সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ক্ষুধার্ত ফিলিস্তিনিদেরও ছাড়ছে না ইসরায়েল

    ক্ষুধার্ত ফিলিস্তিনিদেরও ছাড়ছে না ইসরায়েল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি প্রতিদিনই আরও ভয়াবহ হয়ে উঠছে। খাদ্য সহায়তা পাওয়ার আশায় যেসব ফিলিস্তিনি বিভিন্ন বিতরণকেন্দ্রে অপেক্ষা করছেন, ইসরায়েলি বাহিনী তাদের ওপরও হামলা চালাচ্ছে।

    সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজার বিভিন্ন স্থানে টানা ইসরায়েলি হামলায় অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    গাজার মেডিকেল সূত্র জানিয়েছে, রবিবার ভোর থেকে শুরু হওয়া বোমা হামলায় শুধু গাজা শহর ও উত্তরের এলাকাতেই অন্তত ৪৭ জন প্রাণ হারিয়েছেন।

    গাজা শহর থেকে আল জাজিরার সংবাদদাতা মুয়াত আল-কালহুত জানান, জেইতুন, সাবরা ও আল-জাওইয়া বাজার এলাকায় বিমান হামলার পর আহতদের ঢল নামে উত্তর গাজার আল-আহলি হাসপাতালে। তিনি বলেন, "এখানে প্রচুর আহত মানুষ এসেছেন, যাদের অনেকেই শিশু। হাসপাতালটিতে পর্যাপ্ত বেড বা চিকিৎসা সরঞ্জাম নেই, অনেকে মেঝেতে পড়ে আছেন। হাসপাতালটি ভয়াবহ সংকটের মধ্যে রয়েছে।"

    তিনি আরও জানান, পূর্ব গাজা শহরে ইসরায়েলি সেনাবাহিনী লিফলেট ছড়িয়ে সাধারণ মানুষকে দক্ষিণে চলে যেতে বলছে। কিন্তু এসব সতর্কতার পরই শুরু হচ্ছে ভারী বোমা হামলা, যাতে হতাহতের সংখ্যা আরও বাড়ছে।

    নিহতদের মধ্যে অন্তত পাঁচজন ছিলেন দক্ষিণাঞ্চলের রাফাহর উত্তরে একটি খাদ্য বিতরণকেন্দ্রে সহায়তা নিতে আসা ফিলিস্তিনি। বিতরণকেন্দ্রগুলো বর্তমানে পরিচালনা করছে সমালোচিত সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ), যেটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে কাজ করছে।

    গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, মে মাসের শেষদিক থেকে জিএইচএফ আংশিকভাবে খাদ্য সহায়তা বিতরণ শুরু করার পর থেকেই এসব কেন্দ্রের আশপাশে অবস্থানরত মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণের ঘটনা বেড়েছে। এখন পর্যন্ত এসব হামলায় ৫৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং চার হাজারের বেশি আহত হয়েছেন।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ