রবিবার, ০৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • দুর্গা মন্দিরে হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ কর্মসূচি

    দুর্গা মন্দিরে হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ কর্মসূচি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকায়  সার্বজনীন দূর্গা মন্দির গুড়িয়ে দেওয়া, ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে মব সৃষ্টি করে সংখ্যালঘু বাবা-ছেলেকে মারধর করে পুলিশে দেওয়াসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

    রোববার সকাল সাড়ে ৯টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এই কর্মসুটি পালিত হয়। পরে সকাল সাড়ে ১০টায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশ শেষে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

    মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি অতুল চন্দ্র দাস, সহ-সভাপতি তপন কুমার কর্মকার, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সদর উপজেলার সভাপতি স্বপন চক্রবর্তী, দুমকি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক উজ্জল কুমার দাস, দশমিনা উপজেলা উপজেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট উত্তম কুমার কর্মকার, জেলা সেলুন মালিক সমিতির সভাপতি শ্যামল কুমার শীলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

    বক্তব্যে তারা বলেন-ঢাকার খিলক্ষেত সার্বজনীন দূর্গা মন্দির রাষ্ট্রীয় মদদে সরকারী বুলডেজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, লালমনিরহাটে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে মব সৃষ্টি করে সেলুন মালিক বাবা ও ছেলেকে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে, কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু নারীকের ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে  বর্বরোচিত নির্যাতন করা হয়েছে, যশোরের অভয়নগরে হামলার ঘটনা  ঘটেছে।

    এতেই প্রমাণ করে দেশে সংখ্যালঘুরা এখনো নিরাপদ নয়। তারা আরও বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর আশা করা হয়েছিলো দেশে সাম্য ও নিরাপত্তা নিশ্চিত হবে, কিন্তু স্বাধীনতার ৫৩ বছর পরও সংখ্যালঘুদের ওপর নির্যাতন থেমে নেই। রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু কর্মকর্তাদের বিরুদ্ধেও প্রতিশোধমূলক আচরণ দেখা যাচ্ছে। বক্তারা এসব ঘটনার দ্রুত বিচার, দোষীদের শাস্তি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি  দাবি জানানো হয়।

    মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা হাতে প্লাকার্ডর্ , ফেস্টুন ও ব্যানার ধরে বিভিন্ন শ্লোগান দেন এবং অবিলম্বে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বন্ধের আহ্বান জানান। ঘণ্টাব্যাপী এই কর্মসুচিতে বিভিন্ন স্তরের  সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি অতুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সদর উপজেলার সভাপতি স্বপন চক্রবর্তী, সেলুন মালিক সমিতির সভাপতি শ্যামল কুমার শীলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ