সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সীতাকুণ্ডে লোকালয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ল মেছোবাঘ

    সীতাকুণ্ডে লোকালয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ল মেছোবাঘ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের রঙ্গীপাড়া এলাকায় ভরদুপুরে লোকালয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ল একটি মেছোবাঘ। 

    শনিবার (২৮ জুন)বিকাল ৩টার দিকে লোকালয়ে মেছোবাঘটি দেখে স্থায়ীরা ধাওয়া দিলে লাফ মেরে জামগাছের মগডালে উঠে পড়ে।পরে সেখান থেকে লাফ দিয়ে বাড়ির পাশে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের পুকুর পাড়ের গাছে চলে যায়।সেখান থেকে মেছোবাঘটি পরিষদের পুকুরে লাফিয়ে পড়ে।পরে এলাকার যুবকরা পুকুরে জাল মেরে মেছোবাঘটি ধরে। 

    জানা যায়,দুপুরের পর হঠাৎ মেছোবাঘটি তাঁদের বাড়িতে ঢুকে যায়। এ সময় মাহমুদ, কায়েদ, শাহারিয়ার ও নাঈম নামের ৪/৫ জন যুবক বাঘটিকে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে এটি লাফিয়ে বাড়ির পাশে থাকা জামগাছে উঠে যায়। পরে সেখান থেকে লাফিয়ে নেমে বাড়ির পাশে ইউনিয়ন পরিষদের পুকুর পাড়ে থাকা গাছে উঠে যায়। এলাকাবাসীসহ তাঁরা সেখানে ধাওয়া দিলে মেছোবাঘটি গাছ থেকে পুকুরে ঝাঁপিয়ে পড়ে। পরে পুকুরে জাল ফেলে মেছোবাঘটিকে ধরা হয়।

    পরে মেছোবাঘটিকে আটকের পর বনে অবমুক্ত করার জন্য বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের দায়িত্বরত রেঞ্জ কর্মকর্তার কাছে তাঁরা হস্তান্তর করার সময় মেছোবাঘটি জাল ছিঁড়ে পার্কের ভেতরে থাকা বনে পালিয়ে যায় বলে উক্ত বিষয়টি নিশ্চিত করেন,বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের দায়িত্ব রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ