সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনা নিহত

    পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনা নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানে একটি আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ সেনা সদস্য, আহত হয়েছেন আরও ২০ জনের বেশি। আহতদের মধ্যে বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও রয়েছেন। হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। শনিবার (২৮ জুন) স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সূত্রে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।

    খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় একজন স্থানীয় সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, একজন আত্মঘাতী হামলাকারীর বিস্ফোরকভর্তি একটি গাড়ি একটি সামরিক গাড়িবহরে ধাক্কা দেয়। এতে ১৬ সেনা নিহত হয়েছেন।

    এ ছাড়া জেলার এক পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণে দুটি বাড়ির ছাদ ধসে পড়ে, এতে ছয় শিশু আহত হয়।

    এদিকে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবানভুক্ত সশস্ত্র গোষ্ঠী হাফিজ গুল বাহাদুরের আত্মঘাতী শাখা।

    এএফপি বলছে, ২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকাগুলোতে সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, এসব হামলার জন্য আফগান ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে কাবুল সরকার, যদিও তালেবান এই অভিযোগ অস্বীকার করে।

    এএফপির হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় প্রায় ২৯০ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ