রবিবার, ০৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • চালের পোকা দূর করার সহজ ঘরোয়া উপায়

    চালের পোকা দূর করার সহজ ঘরোয়া উপায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাল, ডাল বা গমের পাত্রে কালো ছোট পোকা দেখা গেলে তা যেমন অস্বস্তিকর, তেমনি রান্নার সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে একদম সহজ একটি উপায়েই এসব পোকা দূরে রাখা সম্ভব।

    চলুন, জেনে নিই কীভাবে কালো পোকা দূর করবেন
    আমাদের রান্নাঘরের গুরুত্বপূর্ণ জিনিস হলো দিয়াশলাই। চুলা জ্বালাতে এই দিয়াশলাই কাঠি বা লাইটার ব্যবহার করে থাকি। কিন্তু আমরা অনেকেই জানি না, রান্নাঘরের চাল, ডাল, গমের পাত্রে ১টা দিয়াশলাই কাঠির বাক্স রেখে দিলে কী লাভ হয়।

    দিয়াশলাই যেভাবে কাজ করে  
    দিয়াশলাইয়ের কাঠিতে থাকে পটাশিয়াম ক্লোরেট ও লাল ফসফরাস—যা একটি প্রাকৃতিক কীটনাশকের মতো কাজ করে। চাল, ডাল, গম বা গোটা মসলার পাত্রে একটি দেয়াশলাইয়ের পূর্ণ বাক্স রেখে দিলে পোকামাকড়, এমনকি ছত্রাকও জন্মাতে পারে না। ইঁদুরও এর গন্ধে দূরে থাকে।

    ব্যবহারবিধি  

    • কৌটা বা পাত্র একেবারে শুকনো থাকতে হবে  
    • উপাদান রাখার আগে বা পরে একটি করে দিয়াশলাইয়ের বাক্স ভেতরে রাখুন  
    • প্রয়োজনে প্রতি মাসে একবার নতুন বাক্স দিয়ে বদলে নিন  
    • শস্য সম্পূর্ণরূপে শুকিয়ে পাত্রে সংরক্ষণ করা উচিত। যাতে পোকামাকড় আক্রমণ না করতে পারে। আর এটি যখন তখন শস্যের পাত্র থেকে সরিয়ে নেওয়াও যায়। আর তাতে কোনো বিষক্রিয়া হয় না।  
    • শুকনা নিম পাতা পোকা দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। নিমের তিক্ততা শস্যকে পোকার আক্রমণ থেকে রক্ষা করে। অন্যদিকে দিয়াশলাইয়ের কাঠিতে উপস্থিত সালফার পোকার বংশবৃদ্ধি আটকায়। নিমের তিক্ততা যেমন পোকা দূরে রাখতে সাহায্য করবে, তেমনি রসুনের তীব্র গন্ধও পোকামাকড় তাড়াতে সাহায্য করে। খোসা ছাড়ানো রসুনের কোয়া যদি দানার মধ্যে দেওয়া হয়, তাহলে পোকামাকড় থেকে দানা বাঁচানো সহজ হবে।

    টিপস:  

    • গরম ভাজা লবঙ্গ, তেজপাতা বা রসুনের কোয়াও পোকা প্রতিরোধে কার্যকর  
    • কৌটা ভালোভাবে বন্ধ রাখুন, যাতে আর্দ্রতা ঢুকতে না পারে  

    এই সহজ ঘরোয়া উপায়েই চাল ও ডাল থাকবে নিরাপদ এবং পোকামুক্ত।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ