রবিবার, ০৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • চুলের যত্নে নিয়মিত শ্যাম্পু ঠিক না ভুল? জানুন করণীয়

    চুলের যত্নে নিয়মিত শ্যাম্পু ঠিক না ভুল? জানুন করণীয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গরমকালে অতিরিক্ত ঘাম ও ধুলাবালির কারণে অনেকেই রোজ শ্যাম্পু করতে বাধ্য হন। তবে প্রতিদিন শ্যাম্পু করার অভ্যাস যদি সঠিক পরিচর্যার সঙ্গে না করা হয়, তাহলে দ্রুতই চুল হয়ে পড়তে পারে রুক্ষ, শুষ্ক ও প্রাণহীন। তাই বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন শ্যাম্পু করলেও কিছু নিয়ম মানা অত্যন্ত জরুরি। চলুন, জেনে নিই।

    হালকা, কেমিক্যাল-ফ্রি শ্যাম্পু ব্যবহার করুন
    প্রতিদিন শ্যাম্পু করার ক্ষেত্রে হার্বাল বা মাইল্ড শ্যাম্পু ব্যবহার করাই সবচেয়ে ভালো। কেমিক্যালযুক্ত শ্যাম্পু চুলের স্বাভাবিক তেল কেড়ে নেয়, যা রুক্ষতার অন্যতম কারণ।

    শ্যাম্পুর আগে চুলে তেল লাগান
    শ্যাম্পুর আগের রাতে হালকা গরম নারিকেল তেল স্ক্যাল্পে ও চুলে ম্যাসাজ করলে চুল নরম থাকে এবং আর্দ্রতা বজায় থাকে। এটি চুলের গোড়া মজবুত করতেও সহায়ক।


    শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন
    রোজ শ্যাম্পু করার ফলে চুলের প্রাকৃতিক তেল ধুয়ে যায়। তাই প্রতিবার শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করা অত্যন্ত জরুরি, যাতে চুলে মোলায়েম ভাব ও উজ্জ্বলতা বজায় থাকে।

    হেয়ার মাস্ক ও হেয়ার সিরাম ব্যবহার করুন
    রুক্ষতা কমাতে কন্ডিশনারের পাশাপাশি সপ্তাহে অন্তত একবার হেয়ার প্যাক বা মাস্ক ব্যবহার করুন। চাইলে প্রাকৃতিক উপাদানে ঘরেই তৈরি করে নিতে পারেন প্যাক। হেয়ার সিরাম ব্যবহারে চুল আরও মসৃণ ও নিয়ন্ত্রণে থাকে।

    গরম পানি নয়, ঠাণ্ডা পানিতে চুল ধুয়ে নিন
    শ্যাম্পুর পর চুল গরম পানিতে ধোয়ার অভ্যাস চুলের মারাত্মক ক্ষতি করতে পারে। তাই সবসময় ঠাণ্ডা ও পরিষ্কার পানি দিয়ে চুল ধুতে হবে, যাতে শ্যাম্পুর কোনও অবশিষ্ট অংশ স্ক্যাল্পে না থাকে।

    সব পণ্যেই কেমিক্যালের মাত্রা খেয়াল রাখুন
    যারা প্রতিদিন চুল ধুয়ে থাকেন, তাদের ব্যবহার করা হেয়ার কেয়ার পণ্যে যেন অতিরিক্ত রাসায়নিক না থাকে, তা নিশ্চিত করা দরকার। প্রয়োজনে হোমমেড বিকল্প বেছে নেওয়া আরও নিরাপদ।

    চুল সুন্দর ও স্বাস্থ্যবান রাখতে শুধুমাত্র শ্যাম্পুই যথেষ্ট নয়, প্রয়োজন সঠিক পরিচর্যা। এই নিয়মগুলো মেনে চললে গরমকালেও চুল থাকবে প্রাণবন্ত ও ঝলমলে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ