সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • র‍্যাব পরিচয়ে অপহরণ: কক্সবাজারে চক্রের হোতা গ্রেফতার

    র‍্যাব পরিচয়ে অপহরণ: কক্সবাজারে চক্রের হোতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ চক্রের অন্যতম মূলহোতা সিকদারকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। শুক্রবার (২৭ জুন) বিকেল ৭টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

    শনিবার (২৮ জুন) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

    প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ জুন রাত ১১টার দিকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর বাসিন্দা মো. হাফিজ উল্লাহকে র‌্যাব পরিচয়ে তিনজন অস্ত্রধারী সন্ত্রাসী বরখাস্ত সৈনিক সুমন, সন্ত্রাসী রাকিব ও সিকদার বাড়ি থেকে ডেকে নিয়ে রঙ্গিখালির দুর্গম পাহাড়ের দিকে নিয়ে গিয়ে  অপহরণ করে। 

    পরে অজ্ঞাত স্থান থেকে অপহরণকারীরা ভিকটিমের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং প্রশাসনের সহায়তা নিলে অপহৃত হাফিজ উল্লাহকে হত্যা করার হুমকি দেয়।

    অপহরণের সংবাদ পেয়ে র‌্যাব-১৫ ভিকটিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং গোপন তথ্যের ভিত্তিতে একাধিক স্থানে অভিযান চালায়। এর ধারাবাহিকতায় ১৪ জুন মূল অপহরণকারী বরখাস্ত সৈনিক সুমনকে আটক করা হয়।

    পরে তার দেয়া তথ্য অনুযায়ী ১৫ জুন সকালে র‌্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন ও বন বিভাগের যৌথ অভিযানে রঙ্গিখালির দুর্গম পাহাড় থেকে হাফিজ উল্লাহকে জীবিত উদ্ধার করা হয়।এ সময় অপহরণের কাজে ব্যবহৃত অস্ত্র ও গুলি জব্দ করা হয়। এ ঘটনায় টেকনাফ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বহরনকারী চক্রের বিরুদ্ধে ।

    মামলার ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে এজাহারভুক্ত পলাতক আসামি এবং চক্রের অন্যতম মূলহোতা সিকদার ওরফে বলি (৪৫), পিতা-আবু, সাং-মরাগাছতলা, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে মরাগাছতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ