সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • যেখানে মাদক, সেখানেই ব্যবস্থা নিতে হবে: জেলা প্রশাসক

    যেখানে মাদক, সেখানেই ব্যবস্থা নিতে হবে: জেলা প্রশাসক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীতে দিনব্যাপী নানা কর্মসুচিতে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে মানববন্ধন, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসুচির আয়োজন করা হয়।

    আজ বৃহস্পতিবার (২৬ জুন) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে মানববন্ধন কর্মসুচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

    অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতিউর রহমান খান, বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের নায়েক সুবেদার রহমুতুল্লাহ কবির, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক জবা ও নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বক্তব্য দেন।

    প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। সবার আগে পরিবার থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে। কারণ পরিবারই সকল প্রতিষ্ঠানের উৎস। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থা অত্যন্ত কঠোর। যেখানে মাদক সেখানেই ব্যবস্থা। জেলা প্রশাসনের দু’জন ম্যাজিস্টেট সবসময় প্রস্তুত থাকেন মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

    মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমান খান জানান, বনার্ঢ্য এক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসুচিতে মাদক বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড বহন করা হয় এবং রচনা ও চিত্রাংকণ প্রতিযোগীতায় বিজয়ী ১৫জন শিক্ষার্থীকে সনদপত্র, ক্রেস্ট প্রদান করা হয়। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ