রবিবার, ০৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সস আর স্যুপে আসক্তি? অজান্তেই শরীরে ডেকে আনছেন ক্ষতি!

    সস আর স্যুপে আসক্তি? অজান্তেই শরীরে ডেকে আনছেন ক্ষতি!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সস ও স্যুপ অনেকেরই পছন্দের খাবার। সাধারণত জাঙ্ক ফুড, ফাস্ট ফুড ও প্রোসেসড ফুডে সস ব্যবহার করা হয়। বাজারে বিভিন্ন ধরনের সস রয়েছে। তবে সস লাভারদের কাছে ঘন সস ছাড়া কোনো খাবার মুখেই উঠে না। ঠিক একইভাবে স্যুপও ঘন না হলে মুখে ধরে না। আর এই পছন্দের খাবার খেতে গিয়েই নিজের অজান্তে বড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়।

    সস ও স্যুপ ঘন করার জন্য ভুট্টার আটা ব্যবহার করা হয়। আবার ভুট্টার সিরাপও খাবারে ব্যবহার করা হয়। যা সাধারণত বেকার ও মিষ্টান্নের কারিগররা ব্যবহার করেন। এই উপাদান থেকেই শরীরের অনেক ক্ষতির সম্ভাবনা থাকে।

    সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী অ্যাপোলো স্পেকট্রা হাসপাতালের পুষ্টিবিদ মিসেস মঞ্জুলা শ্রীধর বলেন, কর্নস্টার্চ হচ্ছে প্রক্রিয়াজাত, পরিশোধিত খাবার এবং এটি মোটেও খুব একটা পুষ্টিকর নয়। কেননা, কর্নস্টার্চে ভিটামিন, খনিজ ও ফাইবার থাকে না। তবে সুষম খাদ্যের অংশ হিসেবে পরিমিত পরিমাণে ভুট্টার স্টার্চ খাওয়া হলে অধিকাংশ মানুষের জন্য নিরাপদ বলে মনে করা হয়।

    আবার কর্নস্টার্চের গ্লাইসেমিক সূচক অনেক বেশি, যা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা করা হয়। এটি হৃদরোগের ক্ষতির কারণ হতে পারে। বিপাকীয় সমস্যা সৃষ্টি করতে পারে। পরিমিত পরিমাণে খাওয়া না হলে রক্তে শর্করার মাত্রাও বৃদ্ধির সম্ভাবনা থাকে।

    কর্নস্টার্চের কোনো সীমাবদ্ধ রয়েছে কী:
    রেসিপিতে ব্যবহৃত কর্নস্টার্চের সাধারণ পরিবেশন আকার প্রায় ১-২ টেবিল চামচ। সুষম খাদ্যের অংশ হিসেবে মাঝে মধ্যে এই পরিমাণ কর্নস্টার্চ গ্রহণ করা সাধারণ মানুষের জন্য নিরাপদ। বিপরীতে বেশি পরিমাণ কর্নস্টার্চ গ্রহণ করা হলে হজমের অস্বস্তি, ওজন বৃদ্ধি বা উচ্চ কার্বোহাইড্রেটের কারণে রক্তে শর্করার মাত্রা ভারসাম্যহীন হওয়ার মতো সমস্যা হতে পারে।

    কর্নস্টার্চের স্বাস্থ্যকর কোনো বিকল্প আছে কী:
    মুম্বাইভিত্তিক ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ও ডায়েটিশিয়ান রেশমা নাকতে কর্নস্টার্চের স্বাস্থ্যকর বিকল্প নিয়ে কিছু পরামর্শ দিয়েছেন। সেসব জেনে নেয়া যাক-

    ঘন করার জন্য: ট্যাপিওকা স্টার্চ, আলুর স্টার্চ ও চালের আটা হচ্ছে আর্শ্চজনক বিকল্প উপায়, যা খাবার ঘন করার জন্য সহজেই যেকোনো খাবারের গঠন ও ধারাবাহিকতা উন্নত করতে পারে।

    অটুট রাখতে: ডিম, চিয়া বীজ অটুট রাখতে কাজ করে। যা খাবারের উপাদানগুলোকে একসঙ্গে ধরে রাখার জন্য বেকিংয়ে ব্যবহার করতে পারেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ