রবিবার, ০৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • শ্রীপুর পৌরসভায় ১০৮ কোটি টাকার বাজেট, পরিবেশ ব্যবস্থাপনায় মূল জোর

    শ্রীপুর পৌরসভায় ১০৮ কোটি টাকার বাজেট, পরিবেশ ব্যবস্থাপনায় মূল জোর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ১০৮ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো কর আরোপ না করে নাগরিক সেবার মান উন্নয়নে এ বাজেট উপস্থাপন করা হয়।

    বুধবার (২৫ জুন) দুপুর ১২টায় পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ব্যারিস্টার সজিব আহমেদ।

    প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল কুদ্দুস হাওলাদার। বাজেটে মোট আয় ধরা হয়েছে ১০৪ কোটি ২১ লাখ ৭৮ হাজার ৪০৮ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১০৪ কোটি ৯ লাখ ৬৫ হাজার টাকা। বাজেটে উদ্ধৃত্ত দেখানো হয়েছে ৪ কোটি ২৬ লাখ ৮ হাজার ৩৪৮ টাকা। প্রকল্প খাতে সর্বাধিক আয় ও ব্যয় প্রাক্কলন করা হয়েছে।

    বাজেট ঘোষণায় ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, "নতুন করে কর না বাড়িয়ে নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনাকে। পাশাপাশি রাস্তাঘাট, সড়কবাতি ও অন্যান্য নাগরিক সুবিধা বৃদ্ধিতে বাজেটের অর্থ ব্যয় করা হবে।"

    তিনি আরও বলেন, “পৌরবাসীর সহযোগিতা পেলে প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিকরা এর সুফল ভোগ করতে পারবেন।”

    বাজেট ঘোষণায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ব্যারিস্টার সজিব আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহেদ আক্তার, হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল কুদ্দুস হাওলাদার, নগর পরিকল্পনাবিদ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ, হারুন-অর-রশিদ, আবু হেনা মোস্তফা কামাল, বৈশাখী টিভির প্রতিনিধি ফজলে মমিন আকন্দ এবং শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ, সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, সাংবাদিক এস এম জহিরুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ