সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • রাজু ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ

    রাজু ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে দশটার দিকে ভাস্কর্যের পাদদেশে হঠাৎ বিকট শব্দে এই বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক বা চিহ্নিত করতে পারেনি পুলিশ।

    প্রত্যক্ষদর্শীরা জানান, এক অজ্ঞাতনামা ব্যক্তি হঠাৎ ঘাসের ওপর কিছু একটা নিক্ষেপ করে দ্রুত সরে যায়। তার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, যা আশপাশে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, “সম্ভবত এটি একটি হাতবোমা বা বড় আকারের পটকা ছিল। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রক্টরিয়াল টিম ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।”

    তিনি আরও জানান, খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌথভাবে কাজ করছে।

    ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র আন্দোলন। এক বিবৃতিতে সংগঠনটি ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। ঘটনার প্রতিবাদে সংগঠনটি তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করে, যা টিএসসি থেকে শুরু হয়ে কলাভবন হয়ে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়।

    পরে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, “যারা ডাকসু নির্বাচন বানচাল করতে চায়, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। জাতিকে নেতৃত্বহীন করার ষড়যন্ত্রের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরে স্থগিত রাখা হয়েছে।”

    উল্লেখ্য, এর একদিন আগে, সোমবার রাতে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় দলটির ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাটসহ ছয়জন কর্মী আহত হন বলে দাবি করেছে এনসিপি।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ