সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সম্পর্কে অন্যের উপস্থিতি টানাপোড়েন বাড়ালে কী করবেন?

    সম্পর্কে অন্যের উপস্থিতি টানাপোড়েন বাড়ালে কী করবেন?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভালোবাসার জায়গায় যখন দুজনের মাঝে তৃতীয় কেউ চলে আসে, তখন সম্পর্ক জটিল হয়ে ওঠে। অনেক সময় না চাইলেও এমন ত্রিভুজ প্রেমের মধ্যে জড়িয়ে পড়েন কেউ কেউ। এতে একদিকে যেমন মানসিক চাপ তৈরি হয়, অন্যদিকে সিদ্ধান্ত নেয়াও কঠিন হয়ে পড়ে। এই সম্পর্কগুলো যেমন জটিল, তেমনি কষ্টদায়কও। এই পরিস্থিতিতে কী করবেন সে বিষয়ে পরামর্শ দিয়েছেন সম্পর্ক বিশেষজ্ঞ মিলিকা মারকোভিচ। জেনে নেয়া যাক কীভাবে আপনি নিজেকে সামলাতে পারেন এই আবেগঘন অবস্থায়। 

    ১. নিজের সম্পর্কে জানুন: একটি ত্রিভুজ প্রেমে আপনি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছেন—এটি বোঝা খুব জরুরি। আপনি কি এমন একজন, যিনি কাউকে ভালোবাসেন অথচ সে আরেকজনের সঙ্গে সম্পর্কেও আছেন নাকি নিজেই দুজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন? সেটা  আগে বুঝতে হবে। আপনার অবস্থান বুঝে ফেললেই সিদ্ধান্ত নেয়ার পথ সহজ হয়ে যাবে। নিজেকে দোষ না দিয়ে বাস্তবতা মেনে নেওয়া, আত্মবিশ্লেষণ করাই এই অবস্থায় প্রথম পদক্ষেপ।

    ২. সম্পর্কের উদ্দেশ্য: ত্রিভুজ প্রেমে জড়ানোর আগে বা সেখান থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়ার আগে ভেবে দেখুন, এই সম্পর্কের পেছনের উদ্দেশ্যটা কী? আমরা প্রত্যেকেই জীবনের নানা সময়ে নানা সম্পর্কে জড়াই। প্রতিটি সম্পর্কেরই একটা কারণ বা ভূমিকা থাকে। হয়তো কোনো অভাব পূরণ করতে, কিংবা নিজেকে নতুনভাবে চিনতে  ত্রিভুজ সম্পর্কও তার ব্যতিক্রম নয়।

    নিজেকে প্রশ্ন করুন—এই সম্পর্কে আপনি কী খুঁজছেন? জবাব যেটাই হোক না কেন সিদ্ধান্তটা যেন হয় সচেতনভাবে নেয়া হয় সেটা দেখতে হবে। কারণ আপনি যদি বুঝে শুনে সিদ্ধান্ত নেন, তবে ভবিষ্যতে অনুশোচনার জায়গাটা অনেকটাই কমে যাবে। নিজের মনের কথা শুনুন, বুঝে নিন আপনি কী চান—তবেই মিলবে সমাধান।

    ৩. বিকল্পগুলো লিখে ফেলুন: এই পরিস্থিতিতে আপনার সামনে কোন কোন পথ খোলা আছে তা লিখে ফেলুন। আপনি কি সম্পর্কটি চালিয়ে যেতে চান, নাকি বেরিয়ে আসতে চান? দুটির ফলাফল কী হতে পারে? ভালো-মন্দ দিক বিশ্লেষণ করুন। এভাবে চিন্তা করলে আপনি নিজেই বুঝতে পারবেন কোন পথটি আপনার জন্য কম ক্ষতিকর বা মানসিক শান্তির দিক থেকে উত্তম।

    ৪. সহজ সমাধান নেই এটা মেনে নিন: ত্রিভুজ প্রেমের মনোবিজ্ঞান আপনাকে নিজের অনুভূতি ও ভালোবাসা সম্পর্কে কিছুটা বুঝতে সাহায্য করতে পারে, তবে এটি আপনাকে কোনও সঠিক সমাধান বা পরামর্শ দিতে পারে না। পরামর্শ সবসময় নির্ভর করে ব্যক্তির ওপর। এগোতে হলে আপনাকে মেনে নিতে হবে যে, কোনো একদম নিখুঁত সমাধান বা পরামর্শ বাস্তবে খুবই কঠিন। ত্রিভুজ সম্পর্ক খুবই জটিল, তাই কোনো সমাধান পুরোপুরি নিখুঁত হবে না, তবে কিছু সমাধান অন্যগুলোর চেয়ে ভালো হতে পারে।

    ৫. নিজের যত্ন নিন: ত্রিভুজ প্রেমের জটিলতায় কী করবেন, তার সরাসরি উত্তর কেউ দিতে পারবে না। তবে নিজের যত্ন নেয়াই একমাত্র নিশ্চিত উপায় যা আপনাকে সাহায্য করবে বলছেন মনোবিদরা। একটু সময় নিন নিজের অনুভূতি বুঝতে। নিজের প্রতি মনোযোগ দিলে জীবনের যেকোনো চ্যালেঞ্জ সহজেই পেরোয়া যায়। যদি মনে হয় আরও সাহায্যের প্রয়োজন, তবে পেশাদার কাউন্সেলিং বা থেরাপি নেয়া খুবই কার্যকর হতে পারে।

    ত্রিভুজ প্রেমের জটিলতা অনেক বেশি। তাই খুব সহজে সমাধানও হয় না। সময়ের সঙ্গে ধাপে ধাপে পরিস্থিতি বিশ্লেষণ করতে বলেন মনোবিদরা। নিজের অবস্থান ও সম্পর্কের অর্থ বুঝে সিদ্ধান্ত নিন। বিকল্প গুলো যাচাই-বাছাই করুন এবং নিজের যেটায় ভালো হবে সে দিকে খেয়াল রাখাই ভালো। সবচেয়ে বেশি গুরুত্ব দিন নিজের মানসিক ও শারীরিক সুস্থতাকে, কারণ নিজের যত্ন নিলেই জীবন ও প্রেমের চ্যালেঞ্জগুলো সহজে মোকাবেলা করা যায়।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ