সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • জবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন

    জবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুযায়ী, পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল’। এছাড়া ‘ভাস্কর্য’ বিভাগের নতুন নামকরণ করা হয়েছে ‘ত্রিমাত্রিক শিল্প ও নকশা’।

    মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা অফিস আদেশে সিন্ডিকেটের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

    ছাত্রী হলটি প্রতিষ্ঠাকাল থেকে ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ নামে পরিচিত ছিল। ২০২৪ সালের ১৩ মে উপাচার্য অধ্যাপক সাদেকা হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯৫তম সভায় ‘বেগম’ শব্দ বাদ দিয়ে ‘বঙ্গমাতা শেখ’ যুক্ত করে নাম পরিবর্তন করে রাখা হয় ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’।

    নতুন নামকরণে স্থান পেয়েছেন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী, যিনি উপমহাদেশের অন্যতম নারী সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ হিসেবে নারী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রেখেছেন।

    অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৪তম সভা ও সিন্ডিকেটের ১০১তম সভায় ‘ভাস্কর্য’ বিভাগের নতুন নাম ‘ত্রিমাত্রিক শিল্প ও নকশা’ অনুমোদন করা হয়।

    ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক ও সভাপতি ইমাম হোসেন সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘ইউজিসির অনুমোদন এবং নতুন আঙ্গিকে সিলেবাস তৈরির পর পাঠদান কার্যক্রম শুরু হবে।’’

    নাম পরিবর্তনের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘‘সময়ের চাহিদা বিবেচনায় বিভাগের নতুন নামকরণ করা হয়েছে। আমাদের শিক্ষার্থীরা যেন প্রযুক্তিগত জ্ঞান বাড়ানোর পাশাপাশি কর্মক্ষেত্রে যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের আরও যোগ্য করে তুলতে পারে, সেজন্যই নতুন নামকরণ করা এবং সেভাবেই সিলেবাস সাজানো হবে।’’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন