সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ইলিশের ঝোলে শাপলা ডাঁটা: হারিয়ে যাওয়া রান্নার গল্প

    ইলিশের ঝোলে শাপলা ডাঁটা: হারিয়ে যাওয়া রান্নার গল্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় ফুল শাপলার সৌন্দর্য শুধু বাঙালিকে মুগ্ধ করে না। এর নানান রেসিপি বাঙালির রসনা মেটায়। শাপলার রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। শাপলার প্রায় সব অংশ্যই খাওয়া যায় সবজি হিসেবে, শাপলার ডাঁটা বিভিন্নভাবে ঝোল বা ভাজি করে খাওয়া যায়। শাপলার ফুলের পাকোড়া বানিয়েও খান অনেকে। আবার শাপলার ফল দিয়েও চমৎকার সুস্বাদু খই তৈরি হয়।

    আজ চলুন শাপলা দিয়ে ইলিশ মাছের ঝোল কীভাবে রান্না করা যায় তা জেনে নেওয়া যাক। এখানে আপনি চিংড়ি, রুই বা যে কোনো বড় মাছও ব্যবহার করতে পারেন। তবে ইলিশের সঙ্গে শাপলার যুগলবন্দি অন্য সব স্বাদকে হার মানায়।

    উপকরণ
    ১. শাপলার ডাঁটা লম্বা করে কাটা ২ কাপ
    ২. ইলিশ মাছ ৬-৮ টুকরা
    ৩. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
    ৪. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
    ৫. কাঁচামরিচ ৫-৬ টি
    ৬. হলুদ গুঁড়া ১ চা চামচ
    ৭. ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ
    ৮. রসুন বাটা ১ টেবিল চামচ
    ৯. নারকেল বাটা ২ টেবিল চামচ
    ১০. লবণ স্বাদ অনুযায়ী
    ১১. তেল ২ টেবিল চামচ

    প্রস্তুত প্রণালি
    প্রথমে মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখুন। চাইলে মাছ ভেজে রান্না করতে পারেন আবার না ভেজেও করা যায়। ভেজে নিলে এই পর্যায়ে হালকা ভেজে আলাদা তুলে রাখুন। তবে আজ না ভেজেই কীভাবে ইলিশ শাপলার আসল স্বাদ পাবেন সেই রেসিপিই জানাব।

    কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা ভাজুন। এরপর পেঁয়াজ বাটা, রসুন বাটা একটু ভেজে লবণ, হলুদ গুঁড়া দিয়ে কষাতে থাকুন। মসলা কষানো হয়ে গেলে মাছ দিয়ে দিন। এবার নারকেল বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। মাছ ৫০ শতাংশ রান্না হয়ে গেলে কেটে রাখা শাপলার ডাঁটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ