সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ইরান উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি

    ইরান উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে হঠাৎ করেই। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধাবস্থার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে তেলের দামে।

    রবিবার (২২ জুন) রাতে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তেলের ফিউচার মূল্য উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। আন্তর্জাতিক অর্থনৈতিক সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, হামলার পরপরই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি কয়েক ডলার বেড়ে যায়।

    বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য অঞ্চলে সরবরাহ বিঘ্নিত হতে পারে—এই আশঙ্কায় তেলের বাজারে এই প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তেল রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ইরানকে কেন্দ্র করে সংঘাত বেড়ে গেলে তা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে।

    বিশ্ব অর্থনীতিতে এমন সময় এ ধরনের উত্তেজনা দেখা দিলো, যখন অনেক দেশেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলো। তেলের দাম বাড়লে তা সরাসরি ভোক্তাপর্যায়ে পণ্য ও সেবার দামে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

    বিশ্বজুড়ে বিনিয়োগকারী ও অর্থনীতি পর্যবেক্ষকরা এখন নজর রাখছেন পরবর্তী রাজনৈতিক ও সামরিক পদক্ষেপের দিকে, যা বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    গতকাল বিকালে যুক্তরাষ্ট্রের অপরিশোধিক জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১.৭৬ ডলার বেড়ে দাঁড়িয়েছে ৭৫.৬০ ডলারে। 

    তবে শেয়ারবাজারে সার্বিকভাবে বিপরীত চিত্র দেখা গেছে। ডাও ফিউচারস সূচক ২৫০ পয়েন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ ফিউচারস এবং নাসডাক ফিউচারস— উভয় সূচকই প্রায় শূন্য দশমিক ৬ থেকে শূন্য দশমিক ৭ শতাংশ কমেছে।

    এদিকে বিশ্ববাজারে এই অস্থিরতার মধ্যেই মার্কিন ডলারের মান বেড়েছে প্রায় শূন্য দশমিক ৩ শতাংশ। বৈশ্বিক সংকট ও অনিশ্চয়তার সময়ে ডলারের মান সাধারণভাবে বৃদ্ধি পায়। 

    বিশ্লেষকেরা বলছেন, ইরান-ইসরায়েল সংঘাতে নতুন মাত্রা ও মার্কিন পদক্ষেপের প্রতিক্রিয়ায় বাজারে উদ্বেগ বাড়ছে, যার প্রভাব সরাসরি জ্বালানি ও বিনিয়োগ খাতে পড়ছে।

    এদিকে রোববার হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।

    বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়েই পরিবহন করা হয়। ফলে এই প্রণালি বন্ধ হলে জ্বালানি তেল দামে আরো প্রভাব পড়বে।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ