সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ভালুকায় যুবকের লাশ উদ্ধার

    ভালুকায় যুবকের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। রোববার সকালে ৭টার দিকে এল’এস্কয়ার লিমিটেডের সামনে থেকে এই লাশ উদ্ধার করা হয়।

    নিহত ব্যক্তির নাম নাজমুল ইসলাম (২৮)। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার পলাশকান্দা গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী মারিয়া আক্তারকে থানায় নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

    পুলিশ জানায়, নিহত নাজমুলের স্ত্রী মারিয়া আক্তার গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়না বাজার এলাকায় তাজউদ্দিনের বাড়িতে ভাড়া থেকে এল’এস্কয়ার কোম্পানিতে চাকরি করতেন। গত ৪ মাস ধরে তিনি ওই এলাকায় বসবাস করছেন। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল, যার ফলে নাজমুল অন্যত্র আলাদা ভাড়া বাসায় থাকতেন।

    শনিবার রাত ১০টার দিকে কোম্পানির ছুটির সময় নাজমুল তার স্ত্রীর সঙ্গে এল’এস্কয়ার কোম্পানির সামনে দেখা করতে গেলে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এরপর পরদিন সকালে মহাসড়কের পাশে নাজমুলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

    ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মুখের গন্ধ থেকে ধারণা করা হচ্ছে, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন। তবে এটি আত্মহত্যা না কি হত্যাকাণ্ড তা নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ