সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সিরাজগঞ্জ প্রেসক্লাবে একাত্তর টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

    সিরাজগঞ্জ প্রেসক্লাবে একাত্তর টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

    শনিবার সন্ধায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু।

    প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, গণমাধ্যম একটি জাতির বিবেক। ৭১ টিভি সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের আস্থা অর্জন করেছে। গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা হলে সমাজ আরও দ্রুত এগিয়ে যাবে।

    সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান। তিনি বলেন, একাত্তর টেলিভিশনের পথচলা সাংবাদিকতা পেশাকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি দেশের গণতান্ত্রিক বিকাশেও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না। 

    স্বাগত বক্তব্য রাখেন একাত্তর টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু। তিনি বলেন, সত্যনিষ্ঠ সাংবাদিকতার পথ ধরে ৭১ টিভি জনগণের কথা বলার একটি বিশ্বস্ত মাধ্যম হয়ে উঠেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।

    আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে বগুড়া জোনের পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ জাহিদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকদের অধিকার নিয়ে নানা দিক তুলে ধরেন।

    অনুষ্ঠান শেষে ৭১ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং ভবিষ্যতের সাফল্য কামনা করে সবাই শুভেচ্ছা জানান।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ