সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সাংবাদিকদের পাশে থাকবে বিএনপি: মোস্তফা জামান

    সাংবাদিকদের পাশে থাকবে বিএনপি: মোস্তফা জামান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উত্তরায় মোবাইল জার্নালিজম ও ঈদ  পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১শে জুন) রাজধানীর উত্তরায় ভূতের আড্ডা রেস্টুরেন্টে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোস্তফা জামান, সদস্য সচিব - ঢাকা মহানগর উত্তর বিএনপি। প্রধান বক্তা  হিসেবে উপস্থিত ছিলেন মো: আফাজ উদ্দিন আফাজ, যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি।প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, মো:হেলাল তালুকদার, সভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি উত্তরা জোন, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শেখ মো: মিজানুর রহমান, অতিরিক্ত ডিআইজি -বাংলাদেশ পুলিশ।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলাউদ্দিন সরকার টিপু,সদস্য ( সাবেক) মহানগর উত্তর বিএনপি,উত্তরা প্রেসক্লাবের সভাপতি, আলাউদ্দিন আল আজাদ ও সাধারন সম্পাদক,আরিফুল ইসলাম,
    মহাযুগের নির্বাহী সম্পাদক, মো:সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। 

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মোস্তফা জামান বলেন, আগামীদিনে বিএনপি ক্ষমতায় আসলে সাংবাদিকদের কল্যাণে কাজ করবে। অতীতে সাংবাদিকতাকে শোষনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।

    বিগত সরকার সাংবাদিক সমাজের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে, সাগর রাণী হত্যাকাণ্ডের তারা বিচার করতে পারে নাই। আমরা ভবিষ্যৎ বাংলাদেশে তোষামোদি সাংবাদিকতা দেখতে চাই না। আমরা চাই সাংবাদিকেরা রাষ্ট্রের নীতি নির্ধারকের চোখে চোখে রেখে প্রশ্ন করবে। আগামী দিনে যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসি সাংবাদিকদের কল্যাণ কাজ করবো এবং উত্তরা প্রেসক্লাবের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

    সভাপতির বক্তব্য দৈনিক মহাযুগ পত্রিকার সম্পাদক, ফরিদ আহমেদ নয়ন বলেন, সাংবাদিকদের কল্যাণে সবসময় রাজনৈতিক ব্যক্তিবর্গকে আমরা পাশে চাই।এসময় দৈনিক মহাযুগ পত্রিকার আয়োজনে  বেসিক মোজো জার্নালিজম ও  সাংবাদিকদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ