সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • বিশুদ্ধ পানির অপেক্ষায় দিন গুনছেন উল্লাপাড়া পৌরবাসী

    বিশুদ্ধ পানির অপেক্ষায় দিন গুনছেন উল্লাপাড়া পৌরবাসী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা বাসীর জন্য কম খরচে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষে ২০২০ ইং সালের নবেম্বর মাসে প্রায় ২৭ কোটি টাকা বরাদ্দ ব্যয় ধরে বিশুদ্ধ পানি প্লান্টের নির্মাণ কাজ শুরু হয়।

    আগামী ডিসেম্বরে প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে । এটি চালু হলে প্রথম শ্রেণির পৌরসভা বাসী পাইপ লাইনের মাধ্যমে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহ পাবে বলে উল্লাপাড়া পৌরসভা কতৃপক্ষ জানিয়েছেন । আর এই বিশুদ্ধ পানি পাওয়ার অপেক্ষায় আছে প্রায় ১২ হাজার পৌরবাসী।

    উল্লাপাড়া পৌরসভা প্রকৌশল বিভাগ ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানা যায়, ২০২০ সালের নবেম্বর মাসে প্রথম শ্রেণীর উল্লাপাড়া পৌরসভা এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা স্থাপনা প্রকল্পের কাজ শুরু হয় । উল্লাপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি জিওবি, বিশ্ব ব্যাংক ও এআইআইবির অর্থায়নে বাস্তবায়ন করছে । উপজেলার ঘাটিনা এলাকায় করতোয়া নদী পাড়ে সারফেজ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ এবং পৌর শহরের হাটখোলায় ওভারহেড ট্যাংকি নির্মাণ করা হয়েছে । করতোয়া নদী থেকে পানি তুলে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে সে পানি বিশুদ্ধ করা হবে। 

    বিশুদ্ধ পানি সেখান থেকে পাইপ লাইনের মাধ্যমে হাটখোলায় নির্মিত ওভারহেড ট্যাংকিতে সরবরাহ করা হবে। এরপর এ ট্যাংকি থেকে পাইপ লাইনের মাধ্যমে পানি পৌরসভা বাসীর বাসা বাড়ীতে সরবরাহ দেওয়া হবে। এ প্রকল্পের পাইপ লাইন, সারফেস ওয়াটার ট্রিটমেনট প্লান, ওভারহেড ট্যাংকি নির্মাণসহ নানা অবকাঠামো নির্মাণ কাজে ব্যয়ের পরিমাণ প্রায় ২৭ কোটি টাকা বলে জানা গেছে।

    উল্লাপাড়া পৌরসভায় বর্তমানে প্রায় সাড়ে ১২ হাজার পরিবার বসবাস করছে । কয়েক ধাপে বসতি পরিবারগুলো পাইপ লাইনের মাধ্যমে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহ পাবে বলে জানা যায় ।

    উল্লাপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান বলেন আগামী ডিসেম্বর মাসে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটির বাকী কাজ শেষ হবে বলে আশা করছেন। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ওই নির্মাণ কাজের তদারকি করছেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান তাকে জানিয়েছেন আগামী ডিসেম্বর মাসে প্রকল্পের কাজ শেষ হবে এবং সব প্রস্তুত থাকলে ওই মাসেই বিশুদ্ধ পানি প্লাণ্টটি চালু করা সম্ভব হবে ।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ