সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • বুকে জ্বালা-কাশি একসঙ্গে? জানুন কখন হতে হবে সতর্ক

    বুকে জ্বালা-কাশি একসঙ্গে? জানুন কখন হতে হবে সতর্ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সকালে ঘুম থেকে উঠে বুক জ্বালাপোড়া বা সারাদিন গলা খুসখুস করে কাশি হচ্ছেএমন সমস্যায় অনেকেই ভোগেন। অনেক সময় এই সব লক্ষণগুলো আমরা সাধারণ অ্যাসিডিটি বা ঠান্ডা-কাশি বলে ভাবি।  আবার অনেকেই ভাবেন এটা ভয়াবহ রোগের কারণ।তবে চিকিৎসকরা বছে ভিন্ন কথা।  কিন্তু চিকিৎসকরা বলছেন, এসব হতে পারে অ্যাসিড রিফ্লাক্সের উপসর্গ। ভুল সময়ে খাওয়া এই সমস্যার অন্যতম প্রধান কারণ। চিকিৎসকরা এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন। 

    অ্যাসিড রিফ্লাক্স: অ্যাসিড রিফ্লাক্স হলো এমন একটি অবস্থা, যেখানে পাকস্থলীর অ্যাসিড উল্টো দিক দিয়ে উঠে এসে খাদ্যনালিতে প্রবেশ করে। এতে বুকে জ্বালা, মুখে টক স্বাদ, গলায় কিছু আটকে থাকার অনুভূতি হয়। অনেক সময় এই সমস্যাকে সাইলেন্ট রিফ্লাক্স বলা হয়, যেখানে বুক জ্বালা না থাকলেও গলা পরিষ্কার করার তীব্র ইচ্ছে, কণ্ঠস্বর বদলে যাওয়া বা দাঁতের ক্ষয় দেখা যায়। 

    ভুল সময়ে খাওয়া: আমরা অনেক সময় খাবারের মানের দিকে গুরুত্ব দিই, কিন্তু খাবারের সময় ঠিক না রাখলে হজমে বড় ধরনের সমস্যা হয়। বিশেষ করে, অ্যাসিড রিফ্লাক্সে ভুগলে খাবারের সঠিক সময় জানা খুব জরুরি।

    খাবারের আদর্শ সময়সূচি:

    • সকালের নাশতা: সকাল ৭টা থেকে ৮টার মধ্যে
    • সকালের হালকা নাস্তা: সকাল ১০টা থেকে ১১টার মধ্যে
    • দুপুরের খাবার: দুপুর ১টা থেকে ২টার মধ্যে
    • বিকেলের নাস্তা: বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে
    • রাতের খাবার: রাত ৭টা থেকে ৮টার মধ্যে (ঘুমানোর অন্তত ২ ঘণ্টা আগে)  

    যে খাবারগুলোএড়িয়ে চলা উচিত: চিকিৎসকরা বেশকিছু খাবার এড়িয়ে যেতে বলেছেন এগুলো হলো: 

    • তীব্র মশলাযুক্ত খাবার: পাকস্থলীর অ্যাসিড বাড়ায়
    • সাইট্রাস ফল (লেবু, কমলা): অ্যাসিড উৎপাদন বাড়াতে পারে
    • ক্যাফেইন (চা, কফি): রিফ্লাক্স বাড়ায়
    • ভাজাপোড়া ও তৈলাক্ত খাবার: হজমে সমস্যা সৃষ্টি করে

    ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ডা. রিধিমা খামসেরা জানান, অনেক সময় সাইলেন্ট রিফ্লাক্স ঠিকভাবে ধরা পড়ে না, ফলে ভুল চিকিৎসা চলতে থাকে বছর বছর। সঠিক সময়ে খাবার গ্রহণ, অতিরিক্ত মসলা ও ক্যাফেইন এড়িয়ে চলা এবং হজমবান্ধব অভ্যাস গড়ে তুললে এই সমস্যা সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাই শুধু কী খাচ্ছেন তা নয়, কখন খাচ্ছেন—সেই বিষয়েও সচেতন হওয়াটাই হতে পারে সুস্থ জীবনের চাবিকাঠি। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ