সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • নাটোরে বাস-সিএনজি সংঘর্ষে জাবি শিক্ষার্থীসহ নিহত ৪

    নাটোরে বাস-সিএনজি সংঘর্ষে জাবি শিক্ষার্থীসহ নিহত ৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সাগর (৩৫)।

    দুর্ঘটনায় আরও দুজন ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।শুক্রবার রাত সোয়া ৯ টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত অপর তিনজন হলেন সাগরের আত্মীয় শহিদুল ইসলাম (৪৫), অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪০) এবং সিএনজি চালক সদর উপজেলার হারিগাছা গ্রামের মো. বাবু (৪০)।

    ঝলমলিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম জানান, রাজশাহী থেকে নাটোরগামী একটি সিএনজিকে বিপরীত দিক থেকে আসা সিরাজগঞ্জগামী রাব্বি পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন সাগর, আহত হন অন্য তিনজন। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে সিএনজি চালক বাবু পথেই মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকি দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাদের মৃত্যু হয়।
    ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে যায়। তবে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আবুল কালাম।

    এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ