সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • নতুনবাজারে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

    নতুনবাজারে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU)-এর উপাচার্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় ৪০ শিক্ষার্থীকে বহিষ্কার করার প্রতিবাদে শনিবার (২১ জুন) সকালে রাজধানীর নতুনবাজারে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

    সকাল সাড়ে ৮টার দিকে তারা কুড়িল বিশ্বরোড–বাড্ডা সংযোগ সড়কে অবস্থান নেন, ফলে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

    বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, তারা মূলত দুটি দাবিতে সড়ক অবরোধ করেছেন-

    1. বহিষ্কারাদেশের নিঃশর্ত প্রত্যাহার: উপাচার্য ও বিভাগীয় প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নেওয়ায় যেসব শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, তাদের শাস্তি বাতিল করতে হবে।

    2. স্বাভাবিক একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা: প্রশাসনিক শূন্যতা কাটিয়ে সরাসরি ক্লাস চালু এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ফের শুরু করতে হবে।

    ঘটনাস্থলে উপস্থিত ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. সুলতান জানান, “আমরা শিক্ষার্থীদের সড়ক ছেড়ে পাশে অবস্থান নিতে অনুরোধ করেছি, যাতে পুরোপুরি যান চলাচল বন্ধ না হয়। তারা জানিয়েছেন, কিছুক্ষণ অবস্থান করে চলে যাবেন।”

    গত ২৬ ও ২৭ এপ্রিল UIU ক্যাম্পাসে চলমান অসন্তোষের জেরে উপাচার্যসহ ১১ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন। এরপর ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করে।

    পরবর্তীতে ২০ মে থেকে অনলাইন ক্লাস শুরু হলেও অনেক শিক্ষার্থী তা প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে সরাসরি ক্লাস চালু ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

    শিক্ষার্থীদের অভিযোগ, তারা আগে থেকেই ১৩ দফা যৌক্তিক দাবি জানিয়ে আসছেন, যেগুলো দীর্ঘদিন ধরে প্রশাসন উপেক্ষা করছে। এরই মধ্যে গত ২ জুন ৪১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ- ২৪ জনকে স্থায়ীভাবে, ১৬ জনকে সাময়িকভাবে বহিষ্কার, ১ জনকে দেওয়া হয় সতর্কবার্তা।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ