সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • বৃষ্টির দিনে কোঁকড়া চুল সুন্দর রাখবেন যেভাবে

    বৃষ্টির দিনে কোঁকড়া চুল সুন্দর রাখবেন যেভাবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্ষাকাল এলেই চারপাশে ভেজা ভেজা আমেজ। কখনো নরম বৃষ্টি, কখনো ঝমঝমে ধারা। সঙ্গে এক কাপ চা, একটু পাকোড়া, সবই ভালো লাগে। কিন্তু যাদের কোঁকড়ানো চুল, তাদের জন্য বর্ষা মানেই চিন্তার! চুল ফুলে ওঠে, ফ্রিজি হয়ে যায় আর যতই আঁচড়ান না কেন, ঠিকমতো বসে না।

    আর্দ্র আবহাওয়ায় কোঁকড়ানো চুল আরও বেশি ফুলে যায়, কার্লের শেপ নষ্ট হয়। তবে ঠিক যত্ন নিলে এই সময়েও চুল থাকতে পারে সুন্দর, গোছানো আর ঝলমলে। চলুন জেনে নিই সহজ ৫টি নিয়ম, যেগুলো বর্ষায় কোঁকড়ানো চুলের যত্নে খুবই কাজে আসবে।

    সালফেটমুক্ত শ্যাম্পু ব্যবহার করুন

    বর্ষায় ঘাম বেশি হয়, মাথার ত্বকও তেলতেলে হয়ে যায়। তাই চুল ধুতে হয় বারবার। কিন্তু সাধারণ সালফেটযুক্ত শ্যাম্পু দিয়ে ধুলে চুল শুষ্ক হয়ে যায়, কার্ল ভেঙে যায়। তাই ব্যবহার করুন সালফেটমুক্ত, নরম শ্যাম্পু। নারকেল দুধ বা অ্যালোভেরা আছে এমন শ্যাম্পু হলে আরও ভালো।

    কন্ডিশনার কখনো বাদ দেবেন না

    কোঁকড়ানো চুলের সবচেয়ে দরকারি জিনিস, আর্দ্রতা। বর্ষায় চুল ফুলে যাওয়ার প্রবণতা থাকে। তাই ভালো মানের কন্ডিশনার বা লিভ-ইন কন্ডিশনার ব্যবহার করুন। শিয়া বাটার, আর্গান অয়েল বা মুরুমুরু বাটারজাত উপাদান থাকলে চুলে ময়েশ্চার থাকবে, কিন্তু ভারী লাগবে না।

    হালকা কার্ল ক্রিম বা জেল লাগান

    চুল ঠিকঠাক রাখতে অনেকেই কার্ল ক্রিম বা জেল ব্যবহার করেন। তবে বর্ষায় ভারী প্রোডাক্ট চুলে আঠালো ভাব তৈরি করে। তাই হালকা ধরনের ক্রিম বা অ্যালোভেরা-ভিত্তিক জেল ব্যবহার করুন। চুল সুন্দরভাবে সেট থাকবে, কার্ল থাকবে ঠিকঠাক।

    চুলে বারবার হাত দেবেন না

    চুলে হাত দেওয়া মানেই কার্ল নষ্ট হওয়া, ফ্রিজ বাড়া। বর্ষায় সেটা আরও বেশি হয়। চুল স্টাইল করার পর একে শুকিয়ে নিতে দিন। একদম শুকিয়ে গেলে তবেই একটু হালকা হাতে গোছান। এতে চুলের শেপ থাকবে ঠিক, দেখতে লাগবে সুন্দর।

    তুলোর বালিশ নয়, সিল্ক ব্যবহার করুন

    রাতে ঘুমানোর সময় তুলোর বালিশে ঘর্ষণ হয় বেশি, এতে চুল জট পাকায় আর কার্ল নষ্ট হয়। তাই বর্ষায় ব্যবহার করুন সিল্ক বা সাটিনের বালিশের কভার। চাইলে ঘুমানোর আগে সিল্ক স্কার্ফ দিয়ে চুল ঢেকে রাখতে পারেন।

    বর্ষায় কোঁকড়ানো চুল মানেই যে হাল ছেড়ে দিতে হবে, তা নয়। একটু যত্ন নিলেই এই মৌসুমেও চুল থাকতে পারে নরম, গোছানো আর স্টাইলিশ। বৃষ্টি হোক, ঝড় হোক—চুল থাকবে ঠিকঠাক!


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ