সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সচেতন ছাত্র সমাজ’-এর সপ্তম কমিটি গঠিত চৌহালীতে

    সচেতন ছাত্র সমাজ’-এর সপ্তম কমিটি গঠিত চৌহালীতে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সচেতন ছাত্র সমাজ (সিএসএস)’ সপ্তমবারের মতো নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। গতকাল ১৯ জুন সংগঠনটির প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ নয়ন এক বছরের জন্য ১৪ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করেন।

    নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. রাকিবুল হাসান বাপ্পী।

    কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বুটেক্সের ইমরান হোসাইন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশিকুর রহমান রানা, চৌহালী সরকারি কলেজের সাইদুল ইসলাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পিয়ারুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আইইউবিটি’র মেহেদী হাসান সায়মন, পাবনা মেডিকেল কলেজের মুছা মিয়া, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের আসাদুল ইসলাম, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নাহিদ হোসেন, সিটি ইউনিভার্সিটির নুরুল ইসলাম এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের জোনায়েদ ইসলাম পলক।

    সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাবিব মুহিন এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাসেল রানা।

    ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত ‘সচেতন ছাত্র সমাজ’ প্রতিষ্ঠার পর থেকেই চৌহালী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছে। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান, একাডেমিক ক্লাস, বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড, বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইনসহ নানা শিক্ষামূলক কর্মকাণ্ডের পাশাপাশি তারা রক্তদান, স্বাস্থ্য ক্যাম্প, স্বাস্থ্য সচেতনতা এবং দুর্যোগকবলিতদের মাঝে ত্রাণ বিতরণসহ মানবিক সহায়তায় এগিয়ে আসে।

    সংগঠনের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য চৌহালী উপজেলাকে একটি ‘মডেল উপজেলা’ হিসেবে গড়ে তোলা। প্রায় এক দশক ধরে নিরলসভাবে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে তরুণ শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মটি।

    আংশিক এ কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ