সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সফরে বানিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন মৌলভীবাজারে

    সফরে বানিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন মৌলভীবাজারে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের বড়লেখায় অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র, পাট ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিন দিনের ব্যক্তিগত সফরে রয়েছেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন পরিবারের সদস্যরা।

    জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন যোগে তিনি মৌলভীবাজারের বড়লেখার উদ্দেশ্যে যাত্রা করেন। দুপুর ১২টায় কুলাউড়া জংশন রেলস্টেশন পৌঁছে যাত্রাবিরতি শেষে কড়া নিরাপত্তায় সড়ক পথে বড়লেখায় আকিজ গ্রুপের মালিকানাধীন বাহাদুরপুর চা বাগানের উদ্দেশ্যে রওনা দিয়ে সোয়া ১টায় চা বাগানের চেয়ারম্যান বাংলোয় পৌঁছেন।

    আগামী শনিবার বিকাল পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে তিনি অবস্থান করবেন। ওই দিন বিকাল সাড়ে ৪টায় কুলাউড়া জংশন রেলস্টেশন থেকে পারাবত ট্রেনযোগে ঢাকায় ফিরবেন।

    সফরসঙ্গী ব্যক্তিগত কর্মকর্তাদের সূত্রের বরাতে জানা গেছে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বড়লেখায় বাহাদুরপুর চা বাগানে অবস্থানকালে সেখানে তিনি মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা করতে পারেন।  

    বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, উপদেষ্টার বড়লেখায় সরকারি কোন প্রোগ্রাম নেই। একান্ত ব্যক্তিগত সফরে পরিবারের সদস্যদের নিয়ে বৃহস্পতিবার দুপুর থেকে শনিবার বিকাল পর্যন্ত বড়লেখায় অবস্থান করবেন। তার সার্বিক নিরাপত্তায় পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ