সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা ফের চালু, কঠোর শর্তের আওতায়

    যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা ফের চালু, কঠোর শর্তের আওতায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা আবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ শুরু করছে। তবে নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীদের তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের (সোশ্যাল মিডিয়া) অ্যাকাউন্টগুলি প্রদান করতে হবে, যা ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের জন্য ব্যবহৃত হবে।

    সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে নজর রাখবেন এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান বা দেশের প্রতিষ্ঠার মূলনীতির বিরুদ্ধে কোনো বিদ্বেষমূলক মনোভাব আছে কি না তা যাচাই করবেন।

    ট্রাম্প প্রশাসনের নতুন নীতিমালার আওতায় পড়বে এফ ভিসা, যা মূলত শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত হয়। এছাড়া এম ভিসা ও জি ভিসাও (কারিগরি শিক্ষার্থী ও এক্সচেঞ্জ প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য) এই নিয়মের প্রভাবের মধ্যে থাকবে।

    যারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রোফাইল প্রাইভেট রাখবেন, তাদের ওপর সন্দেহ করা হবে যে তারা তথ্য গোপন করার চেষ্টা করছেন।

    একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন নাগরিকরা প্রত্যাশা করেন যে তাদের সরকার দেশকে নিরাপদ রাখার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নেবে এবং ট্রাম্প প্রশাসন সেটাই করছে।

    ভিসা অফিসারদের আরও বলা হয়েছে, তারা যেন বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বা সহায়তা দেয় এমন ব্যক্তিদের চিহ্নিত করেন এবং যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে, কিংবা ইহুদিবিরোধী সহিংসতা বা হয়রানিতে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

    এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কঠোর নজরদারির অংশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, এসব প্রতিষ্ঠান ক্যাম্পাসে চলা ফিলিস্তিনি-সমর্থক বিক্ষোভের সময় ইহুদি-বিরোধী কর্মকাণ্ডের যথাযথ মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে।

    ট্রাম্প প্রশাসন এর অংশ হিসেবে এসব বিশ্ববিদ্যালয়ের সরকারি অর্থায়ন স্থগিত করেছে, ছাত্রদের ভিসা বাতিলের চেষ্টা চালিয়েছে এবং বিতাড়নের উদ্যোগ নিয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই উদ্যোগগুলো মার্কিন আদালত আটকে দিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ