সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • নিদ্রাহীনতা না অন্য কিছু? চোখের নিচে কালচে দাগের ইঙ্গিত কী

    নিদ্রাহীনতা না অন্য কিছু? চোখের নিচে কালচে দাগের ইঙ্গিত কী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চোখের নিচে কালো দাগ বা ‘ডার্ক সার্কেল’ নিয়ে অনেকেই উদ্বিগ্ন থাকেন। বেশিরভাগ সময় এটি ক্লান্তি কিংবা ঘুমের অভাবে দেখা দিলেও, চিকিৎসকরা বলছেন—এর পেছনে আরও নানা কারণ থাকতে পারে। কখনো এটি একটি নির্দিষ্ট রোগের ইঙ্গিত দেয়, আবার কখনো জিনগত বা বয়সজনিত প্রক্রিয়ার ফলাফল হিসেবেই দেখা যায়।

    চোখের নিচে কালো দাগের সম্ভাব্য কারণগুলো: চিকিৎসকদের মতে, চোখের নিচে দাগ দেখা দেয়ার সাধারণ কিছু কারণ হলো—

    • অনিদ্রা বা ঘুমের অনিয়ম
    • অ্যালার্জি বা সিজনাল সমস্যা
    • অতিরিক্ত রোদে থাকলে ত্বকে হাইপারপিগমেন্টেশন
    • শরীরে আয়রনের ঘাটতির ফলে অ্যানিমিয়া
    • চোখে বারবার ঘষাঘষি করা
    • ধূমপান ও পানিশূন্যতা
    • পাতলা ত্বক ও বয়সজনিত পরিবর্তন
    • চর্মরোগ বা থাইরয়েডের সমস্যা
    • কিছু চোখের ড্রপের পার্শ্বপ্রতিক্রিয়া, যেমন বিম্যাটোপ্রোস্ট

    চিকিৎসকেরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক পাতলা হতে থাকে এবং চোখের নিচের চর্বি স্তর কমে যায়। এতে রক্তনালির রং আরও পরিষ্কার দেখা যায়, ফলে কালো দাগ দেখা দেয়। একইভাবে, যাদের পরিবারে চোখের নিচে দাগের ইতিহাস আছে, তাদের মধ্যেও এই সমস্যা সহজেই দেখা দেয়। গাঢ় ত্বকের অধিকারীদের ক্ষেত্রে এই পিগমেন্টেশন আরও বেশি চোখে পড়ে।

    ঘরোয়া প্রতিকার ও যত্ন: চোখের নিচের দাগ হালকা করতে কিছু কার্যকর ঘরোয়া উপায় জানিয়েছেন চিকিৎসকরা। এগুলো হলো: 

    পর্যাপ্ত ঘুম: প্রতিরাতে অন্তত ৭–৮ ঘণ্টা ঘুমান।
    ঠান্ডা চা ব্যাগ: ব্যবহৃত কালো বা সবুজ চায়ের ব্যাগ ঠান্ডা করে চোখে দিন।
    শসা বা ঠান্ডা কমপ্রেস: চোখে ফোলাভাব ও ক্লান্তি কমাতে সাহায্য করে।
    অ্যান্টিঅক্সিডেন্ট ক্রিম: ভিটামিন সি ও ই সমৃদ্ধ ক্রিম ব্যবহার করুন।
    ম্যাসাজ: চোখের চারপাশে হালকা ম্যাসাজ রক্তসঞ্চালন বাড়ায়।

    কখন চিন্তার কারণ: অনেকেই ডার্ক সার্কেলকে স্বাভাবিক ভাবে হেলাফেলা করেন। তবে অনেক সময় যে চোখের নিচের এই কালচে দাগ চিন্তার কারণ হতে পারে সেটা আমরা ভুলে যাই। চিকিৎসকদের মতে  হঠাৎ চোখের নিচে কালো দাগ বেড়ে গেলে ভাবতে হবে। সেই সঙ্গে যদি শরীর দুর্বল লাগলে বা অন্য উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। কারণ, এটি অ্যানিমিয়া, থাইরয়েড সমস্যা, বা অন্যান্য অন্তর্নিহিত অসুস্থতার ইঙ্গিত হতে পারে।

    চোখের নিচের দাগ নিয়ে উদ্বিগ্ন হওয়ার আগে জানতে হবে এটি সাময়িক ক্লান্তির ফল, না কি শরীরের কোনো গভীর সংকেত। দীর্ঘদিন ধরে দাগ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। সময়মতো যত্ন নিলে এবং জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনলে এই সমস্যার সমাধান সম্ভব।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ