সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সাতক্ষীরায় সংযোগ রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ

    সাতক্ষীরায় সংযোগ রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরা সদর উপজেলার এল্লারচর থেকে দেবহাটা উপজেলার পারুলিয়ার সংযোগ রাস্তাটি দ্রুত সংস্কারের দাবিতে কদমখালী-শশাডাঙ্গা এলাকার সাধারণ মানুষ বিক্ষোভ ও মানববন্ধন করেছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।


    দেবহাটা উপজেলার কদমখালী গ্রামের প্রাক্তন শিক্ষক নিরঞ্জন মন্ডল বলেন, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের কদমখালি, শশাডাঙ্গা ও আশেপাশের এলাকার জনগণ বাগমারী ব্রিজ থেকে শশাডাঙ্গা পর্যন্ত রাস্তাটি মারাত্মকভাবে ভেঙে গিয়ে খালের দিকে ধসে পড়ায় দুর্ভোগের শিকার হচ্ছেন। ফলে প্রতিদিন এ পথে চলাচলকারী শতশত মানুষ, বিভিন্ন যানবাহন ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ, নারী ও রোগীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এরফলে এক ধরনের জনক্ষোভ তৈরি হয়েছে। এর সমাধান হলো দ্রুত রাস্তাটি সংস্কার করা।


    কদমখালী গ্রামের গৃহবধু সবিতা রাণী বলেন, রাস্তাটির এই অবস্থার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্থানীয় জনগণের নিত্য প্রয়োজনীয় কাজ, কৃষিপণ্য পরিবহন, চিকিৎসা ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজে মারাত্মক বাঁধার সৃষ্টি হচ্ছে। বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। যদি এখনই দ্রুত সংস্কার না করা হয় তাহলে পুরোপুরিভাবে কলকাতা খালে রাস্তাটি ধসে পড়বে এবং পরবর্তীতে সংস্কার করতে গেলে কয়েকগুণ বেশি খরচ হবে। এজন্য এখনই সংস্কার করা প্রয়োজন ।

    প্রবীণ নাগরিক নেতা ও শিক্ষক নিরঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ভদ্রকান্ত বাছাড়, মোহাম্মদ মোস্তফা মোল্যা, আব্দুস সাত্তার, বিজন বাছাড়, অমল সরকার, ছালেক রেজা, আলমগীর হোসেন, সবিতা রাণী, মোঃ আব্দুল্লাহ, কানাইলাল সরকার, আজিজ মোড়ল, মহাদেব সরকার, বিন্দা সরকার, রাজ্জাক গাজী ও জিতেন সরকার।

    শশাডাঙ্গা গ্রামের মোঃ আব্দুল্লাহ বলেন, কলকাতা খাল সংযুক্ত আরেকটি খালে বাঁধের কারণে এই রাস্তায় অস্বাভাবিক জোয়ার সৃষ্টি হলে ভেঙে পড়ে সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুনিসহ তিন উপজেলার সংযোগ রাস্তাটি। সৌভাগ্যবশত, এখবরটি গণমাধ্যমে প্রচার হলে র‌্যাব ও প্রশাসন সরাসরি হস্তক্ষেপ করে সেই বাঁধ অপসারণ করে জনস্বার্থ নিশ্চিত করে। কিন্তু সেই যে ভাঙনে রাস্তাগুলো ধ্বসে গেছে তা এখন ক্রমশঃ পূর্ণাঙ্গ ভাঙনের কবলে পড়েছে। এখন এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডের দ্রুত হস্তক্ষেপে রাস্তাটির রক্ষা করা সর্বস্তরের মানুষের প্রাণের দাবি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ