সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • শ্রীমঙ্গলে বিদ্যুৎপৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

    শ্রীমঙ্গলে বিদ্যুৎপৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম মিয়া (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জামসি গ্রামে এই ঘটনাটি ঘটে।
    নিহত শামীম মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ থানার ১৩নং পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের লুফকা মিয়ার একমাত্র ছেলে। তিনি বর্তমানে আশিদ্রোন ইউনিয়নের ডেঙ্গারবন গ্রামে নানার বাড়িতে মায়ের সঙ্গে বসবাস করতেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, আসিদ্রোন ইউপির জামসি গ্রামের প্রবাসী সিরাজ মিয়ার নির্মাণাধীন ভবনের টিনের ছাউনি বসানোর সময় অসতর্কতাবশত বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের সংস্পর্শে এসে শামীম বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার অন্যান্য সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কিশোর পোদ্দার সম্রাট জানান, বেলা পৌনে ৩টার দিকে শামীমকে হাসপাতালে পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর পূর্বৈই তার মৃত্যু হয়েছে।

    শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    এদিকে, শ্রীমঙ্গল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়ে এখনো কেউ আমাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ