সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ক্যাম্পাস পরিদর্শনে উপদেষ্টা রিজওয়ানা হাসান

    রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ক্যাম্পাস পরিদর্শনে উপদেষ্টা রিজওয়ানা হাসান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেশমবাড়িতে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের স্থান পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    সোমবার (১৬ জুন) সকালে শাহজাদপুর উপজেলার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-৩ এ উপস্থিত হন তিনি এবং ক্যাম্পাস পরিদর্শন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এরপর স্পীডবোটে উপজেলার রেশমবাড়িতে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস এলাকা পরিদর্শন করেন উপদেষ্টা।

    সেখানে সংক্ষিপ্ত সভায় দেওয়া বক্তব্যে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, এই জায়গাটা দেখার জন্যই মূলত এখানে আসা।

    সঠিক সময়ে সঠিক কাজটা যাতে করতে পারি সেটাই চেষ্টা করছি। আপনারা জানেন স্থান, কাল, পাত্র বিবেচনায় সব কিছুর সিদ্বান্ত নিতে হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি যৌক্তিক, এতে কোন দ্বিমত নেই। ইতোমধ্যে এ ক্যাম্পাস নির্মানের জন্য একনেকে ৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

    চলনবিল ও বড়াল নদী সর্ম্পকে আমরা আগে থেকেই অবগত। এগুলোর পরিবেশ ঠিক রেখেই সবকিছু করতে হবে।

    তিনি আরো বলেন, সিরাজগঞ্জ জেলা তাঁতের শাড়ি উৎপাদন, যমুনা নদী, গো-চারণ ভূমি ও বিখ্যাত মিষ্টির জন্য পরিচিত। আগামীতে যাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কারণে চিনতে পারে আমরা সে ব্যবস্থাই করছি।

    এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য সচিব ড. কাইয়ুম আরা বেগম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হাসান তালুকদার, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ও পুলিশ সুপার ফারুক হোসেনসহ পদস্থ কর্মকর্তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ