সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

    আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়ে সোমবার (১৬ জুন ২০২৫) ‘ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার। এতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    অধ্যক্ষ ড. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বদ্ধ জলাশয়, টবে জমা পানি ও নর্দমা নিয়মিত পরিস্কার রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেকে নিজ উদ্যোগে তাদের বাড়ি-ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে ডেঙ্গুমুক্ত রাখতে ভূমিকা রাখতে হবে। এছাড়া ঘুমানোর সময় মশারি ব্যবহার করাও অত্যন্ত জরুরি।

    তিনি আরও বলেন, গত বছরগুলোতে ডেঙ্গু ও করোনা প্রাদুর্ভাবের সময় মিথ্যা প্রচারণার মাধ্যমে অনেকেই প্রতারণার চেষ্টা করেছে। এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে আমাদের সচেতন থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

    সভায় কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন