সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ভালুকার প্রিয় মুখ রমজান ডাক্তার:মুক্তিযোদ্ধা, সেবক ও মানুষের ভরসার নাম

    ভালুকার প্রিয় মুখ রমজান ডাক্তার:মুক্তিযোদ্ধা, সেবক ও মানুষের ভরসার নাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভালুকার ইতিহাসে এক অনন্য নাম-রমজান ডাক্তার। সম্প্রতি সোশাল মিডিয়ায় রমজান ডাক্তারের একটি ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনদের আবেগ উথলে পড়ে। ভিডিওটিতে ভালুকার মানুষের প্রিয় মুখ, নিরহংকারী চিকিৎসক এবং মহান মুক্তিযোদ্ধা রমজান ডাক্তারের জীবন ও কাজের কিছু ঝলক দেখা যায়। সেই সঙ্গে সামাজিক মাধ্যমে শুরু হয় স্মৃতিচারণ ও শ্রদ্ধা জানানোর ঢল।

    প্রবীণ এই চিকিৎসক শুধুমাত্র পেশাদার চিকিৎসা সেবাই দেননি, দরিদ্র ও অসহায় মানুষের জন্য ছিলেন এক নির্ভরতার নাম। বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ প্রদান, কখনো নিজের খরচে রোগী পাঠানো-এমন বহু দৃষ্টান্ত রেখে গেছেন তিনি। বিশেষ করে গ্রামীণ জনগণের কাছে তাঁর অবদান আজও স্মরণীয়।

    কামরুল হাসান পাঠান সামাজিক মাধ্যমে লেখেন, "আজও ভালুকা সদরসহ গ্রামের মানুষের কাছে একটি প্রিয় নাম রমজান ডাক্তার। তিনি অগণিত অসহায় দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন। মুক্তিযুদ্ধ চলাকালে জীবন বাজি রেখে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করেছেন। উনি আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।"

    আরেক সাংবাদিক শেখ মহিউদ্দিন মন্তব্য করেন, "তিনি ছিলেন একজন ভালো মানুষ, প্রকৃত সেবক ও দেশপ্রেমিক।"

    এমনই মর্মস্পর্শী মন্তব্য করেছেন স্থানীয় সংবাদ কর্মী মখলেছুর রহমান মনির, "তিনি ছিলেন একজন ভালো মানুষ, প্রকৃত সেবক ও দেশপ্রেমিক।"

    রমজান ডাক্তার ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে দেশ মাতৃকার টানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি। যুদ্ধ চলাকালীন আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়ে নিজেকে জাতির কাছে নিবেদন করেছিলেন নিঃস্বার্থভাবে।

    ভালুকার প্রতিটি প্রজন্মের কাছে রমজান ডাক্তার শুধুমাত্র একজন চিকিৎসক নন, বরং এক আদর্শিক চরিত্র, একজন যোদ্ধা এবং সেবক হিসেবে স্থান করে নিয়েছেন। আজকের তরুণ প্রজন্মের জন্য তাঁর জীবন হতে পারে অনুপ্রেরণার উৎস।

    ভালুকার ইতিহাসে রমজান ডাক্তার থাকবেন চিরস্মরণীয়, ভালোবাসায় মোড়ানো এক নাম হিসেবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ