সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • মন্দিরের দড়জা ভেঙে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র চুরি

    মন্দিরের দড়জা ভেঙে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র চুরি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মন্দিরের দড়জা ভেঙে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র চুরি
    মৌলভীবাজার বড়লেখা উপজেলার পাখিয়ালা গ্রামে শ্রীশ্রী উদ্ধব ঠাকুরের আখড়ার দুটি মন্দিরে চুরি হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। চোরেরা মন্দিরের দরজার কড়া ভেঙে স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ ৬৮ হাজার টাকার মালপত্র নিয়ে গেছে দাবি করা হয়েছে মন্দির পক্ষ।

    গত বৃহস্পতিবার রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে কোনো একসময় এই ঘটনাটি ঘটেছে বলে উল্লেখ করে গতকাল শুক্রবার মন্দির কমিটির সভাপতি মঞ্জু লাল দে বড়লেখা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

    অভিযোগ সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার ভোর ৫টার দিকে শ্রীশ্রী উদ্ধব ঠাকুরের আখড়ার সেবায়েত সমীরণ চন্দ্র দাস তাকে ফোনে জানান, মন্দিরের দুটি দরজার কড়া ভাঙা এবং ভেতরে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে তিনি কমিটির অন্য সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, অজ্ঞাতপরিচয় চোরেরা দুটি মন্দিরের দরজার কড়া ভেঙে মন্দিরে প্রবেশ করে মূল্যবান মালপত্র নিয়ে গেছে।

    সেবায়েত সমীরণ চন্দ্র দাস জানান, তিনি প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ৯টার দিকে পূজা-অর্চনা শেষে মন্দির তালাবদ্ধ করে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। শুক্রবার ভোরে পূজার প্রস্তুতির জন্য মন্দিরের তালা খুলতে গিয়ে দরজার কড়া ভাঙা দেখতে পান। চোররা রাত ২টা থেকে ৫টার মধ্যে যে কোনো সময় মন্দিরে ঢুকে চুরি করেছে। তবে মন্দির ও প্রতিমা ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।

    সমীরণ চন্দ্র দাসের দাবি, চুরি হওয়া মালপত্রের মধ্যে তিনটি স্বর্ণের চূড়া, দুটি স্বর্ণের বাঁশি, তিনটি স্বর্ণের নূপুর, একটি স্বর্ণের হার, একটি স্বর্ণের লকেট, একটি স্বর্ণের তুলসীপাতা, কাসার ঘণ্টা, করতাল, বালতি, থালা ও চারটি পিতলের মূর্তি। এসব মালপত্রের মূল্য প্রায় ৪ লাখ ৬৮ হাজার টাকা।

    এ বিষয়ে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার জানান, তিনি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
     


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ