সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • হাতের বলিরেখা? কয়েকটি ঘরোয়া উপায়ে পেয়ে যান তারুণ্যের ছোঁয়া

    হাতের বলিরেখা? কয়েকটি ঘরোয়া উপায়ে পেয়ে যান তারুণ্যের ছোঁয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মুখ বা চুলের যত্নে আমরা যতটা মনোযোগী, হাতের যত্নে কি ততটাই? দীর্ঘদিনের অবহেলা ও অযত্নের প্রভাব প্রথম পড়তে শুরু করে হাতেই। তাই হাতের ত্বকের প্রতিও চাই সঠিক ও নিয়মিত যত্ন নইলে অকালে বয়সের ছাপ পড়ে যেতে পারে।

    কেন হাতের ত্বকে আগে বয়সের ছাপ পড়ে?

    হাত সর্বদা খোলা থাকে সূর্য, ধুলো, জল এবং নানা রকম রাসায়নিকের সংস্পর্শে আসে। সেই সঙ্গে শীতকালে শুষ্কতা, অতিরিক্ত হাত ধোওয়া কিংবা প্রসাধনীর রাসায়নিক প্রভাব সব মিলিয়ে হাতে সহজেই রুক্ষতা, ছোপছোপ দাগ ও বলিরেখা দেখা দেয়।

    ঘরোয়া যত্নে হাত থাকবে তরতাজা

    নিচে রইল তিনটি কার্যকর ঘরোয়া স্ক্রাব এবং একটি সহজ রাতের রুটিন:

     চিনি ও অলিভ অয়েল স্ক্রাব
     
    ২ টেবিল চামচ চিনি ও পরিমাণ মতো অলিভ অয়েল মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। হালকা হাতে ঘষে ৫ মিনিট রাখুন। স্নানের সময় উষ্ণ জলে ধুয়ে ফেলুন। এটি মৃত কোষ সরিয়ে ত্বক মসৃণ করে।

    কফি ও নারকেল তেল স্ক্রাব

    ২ টেবিল চামচ কফি গুঁড়ো ও ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন। স্নানের আগে হাতে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। গরম জলে ধুয়ে ফেলুন। রক্তসঞ্চালন বাড়িয়ে ত্বক উজ্জ্বল করে তোলে।

    লেবুর রস ও সৈন্ধব নুন স্ক্রাব

    ১টা গোটা লেবুর রসের সঙ্গে ২ টেবিল চামচ সৈন্ধব নুন মেশান। হাতে মেখে আলতোভাবে ঘষুন, ৫ মিনিট পর ধুয়ে ফেলুন। লেবুতে থাকা ভিটামিন C ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

    রাতের রুটিন

    ত্বকের বয়স ঠেকাতে যা করতেই হবে:

    ঘুমানোর আগে হাত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করুন। হালকা হাতে ব্রাইটেনিং সিরাম মেখে ৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পছন্দের কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। নিয়মিত করলে ত্বক থাকবে কোমল ও উজ্জ্বল।

    নিয়মিত যত্নই হাতের তারুণ্য ধরে রাখার চাবিকাঠি। মুখের যত্ন যেমন জরুরি, হাতও তার চেয়ে কম নয়। আজ থেকেই হাতে একটু বাড়তি যত্ন শুরু করুন তাহলেই বয়স হবে শুধুই একটি সংখ্যা !


    দৈএনকে/ রূ .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ