সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • দিনাজপুরে যাত্রীবাহী কোচ-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত ১৫

    দিনাজপুরে যাত্রীবাহী কোচ-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত ১৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী কোচ ও একটি আমবোঝাই ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। শনিবার (১৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নূরজাহানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ওই মহাসড়কের নূরজাহানপুর এলাকায় একাধিক আমবোঝাই ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতগতির নাবিল পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন যাত্রী প্রাণ হারান।

    পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। নিহত পাঁচজনের মধ্যে দুইজনের পরিচয় শনাক্ত করা গেছে: তামান্না আক্তার (২২), পিতা: হাসেম আলী, আমিনুল ইসলাম (৩৫)। বাকি নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

    আহতদের মধ্যে কয়েকজন বর্তমানে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

    দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালান।

    ঘোড়াঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইনস্পেক্টর আতাউর রহমান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করি। ঘটনাস্থলেই তিনজনের মরদেহ উদ্ধার করি, পরে হাসপাতালে আরও দুজন মারা যান।”

    প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতাকে দায়ী করা হচ্ছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে। এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও দেশের মহাসড়কগুলোর নিরাপত্তা এবং যাত্রীসুরক্ষার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ