সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • শিল্পাঞ্চল আশুলিয়ায় ঈদের ছুটি শেষে কর্মজীবী মানুষের ভিড় 

    শিল্পাঞ্চল আশুলিয়ায় ঈদের ছুটি শেষে কর্মজীবী মানুষের ভিড় 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহার দীর্ঘছুটি শেষে ঢাকা সহ সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে  কর্মজীবী মানুষদের নিজ কর্মস্থলে ফেরা শুরু হয়েছে। ঈদের ছুটিতে কয়েক দিনের বিরতির পর গ্রাম থেকে ফিরতে শুরু করেছেন বিভিন্ন পোশাক ও শিল্পকারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত হাজারো কর্মজীবি মানুষেরা। আবারো চিরচেনা রুপে ফিরছে রাজধানী সহ আশেপাশের এলাকার চিত্র।ঈদের ছুটিতে স্বস্তিতে ছিলো নগরবাসী,কিন্তু ছুটি শেষ হতে না হতেই আবারো কর্মব্যাস্ত রুপ নিয়েছে কর্মজীবি মানুষেরা।

    শুক্রবার(১৩জুন)সকাল থেকেই নবীনগর-চন্দ্রা ও গাজীপুর হয়ে রাজধানী মূখী মানুষের ভিড় লক্ষ্য করা যায়। মহাসড়কে যানবাহনের চাপ স্পষ্টভাবে দেখা গেছে। ভোর থেকেই দূরপাল্লার বাস, লেগুনা, পিকআপ ও মোটরসাইকেলে করে ফিরছেন শ্রমজীবীরা। অনেকেই ফিরেছেন পরিবার নিয়ে আবার কেউ এসেছেন একাই, ব্যাগে ঈদের আনন্দের স্মৃতি আর হাতে কর্মজীবনের নতুন সূচনা।

    এর মাঝেই অনেক শিল্প কারখানার উৎপাদনকাজ শুরু হয়েছে,আর কিছু কিছু পোশাক ও শিল্প কারখানা শনিবার নাগাদ খোলা হবে বলে জানিয়েছেন ডিইপিজেড কর্তৃপক্ষ। আশুলিয়ার বাইপাইল এলাকায় দেখা যায়, পোশাক শ্রমিকরা গার্মেন্টসের সামনে ভিড় করছেন ছুটি শেষ হওয়ার পর নতুন কাজে যোগ দেওয়ার জন্য। এবারের ঈদের ছুটিতে বেতন বোনাস প্রদানের ফলে ঈদ যাত্রা আনন্দনয় হয়েছে বলে জানিয়েছেন সাভার আশুলিয়ায় কর্মরত শ্রমীকেরা। গ্রামের মা-বাবার আত্মিয় স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে ছুটি শেষে শহরে ফিরে আবার কাজ শুরু করব মেহনতী মানুষেরা।

    মহাসড়কে  গণপরিবহনের চালকদের সাথে  কথাবলে জানা যায়, গত দুই দিনধরেই  শহরমুখী যাত্রীদের চাপ বাড়ছে। সকাল থেকে রাত পর্যন্ত শ্রমিকরা ফিরছেন। ঈদের পর এমন ভিড় সাধারণত সর্বত্র দেখা যায়। তবে ছুটি দীর্ঘ হওয়ায় মানুষ ধাপে ধাপে ফিরতে শুরু করেছে।এর ফলে যানজটের সম্ভাবনা কম হবে।

    পোশাক শিল্পের কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে উৎপাদন শুরু করেছে, আবার কিছু কারখানা আগামী এক-দুদিনের মধ্যেই পুরোদমে চালু হবে বলে জানা গেছে।

    শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র এক কর্মকর্তা জানান, আমরা আশা করছি ৯০ শতাংশের বেশি শ্রমিক ছুটি শেষে যথাসময়ে কাজে ফিরবেন। ঈদের পরে অর্ডার পূরণের কাজ দ্রুত শুরু করতে হবে।

     বিশেষজ্ঞরা বলছেন, ঈদের পর শ্রমিকদের দ্রুত ও নিরাপদে শহরে ফেরা এবং কাজের পরিবেশ নিশ্চিত করা শিল্প উৎপাদন স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ