সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • দীর্ঘ দেড় যুগ পর গজারিয়া বিএনপির পুনর্মিলন

    দীর্ঘ দেড় যুগ পর গজারিয়া বিএনপির পুনর্মিলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সময়ের পরিক্রমায় দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বিএনপি নেতাকর্মীরা নানা চড়াই-উতরাই, দমন-পীড়ন ও মিথ্যা মামলার মোকাবিলা করে চলেছেন। এই কঠিন পথ পেরিয়ে অবশেষে মিলিত হলেন বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সদ্য জেলা সদস্য বোরহান উদ্দিন ভূঁইয়া ও ইমামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদ্য জেলা সদস্য মজিবুর রহমান। এই ঐতিহাসিক পুনর্মিলনী উপলক্ষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মিষ্টিমুখ করানো হয় এবং এক হৃদ্যতাপূর্ণ চা-আড্ডায় মিলিত হন সবাই।

    শুক্রবার (১৩ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি শাহ শের আলী এলাকায় অবস্থিত একটি অভিজাত রেস্টুরেন্টে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া একজন সত্যনিষ্ঠ, বিচক্ষণ ও রাজনৈতিকভাবে পরীক্ষিত এবং নীতিবান নেতা হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বহুবার মিথ্যা মামলার শিকার হন এবং চরম নির্যাতনের সম্মুখীন হন বলে জানা গেছে। তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে ফ্যাসিবাদী শাসনামলে তার ব্যবসা প্রতিষ্ঠান হারাতে হয়। এমনকি স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন প্রধান হত্যাকাণ্ডের মামলাতেও তাকে আসামি করা হয়।

    এই ঘটনার পর তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালায় স্থানীয় আওয়ামী লীগপন্থীরা। সব প্রতিকূলতা ও দুঃসহ স্মৃতি ভুলে তিনি আবারও শান্তিপূর্ণ রাজনীতির মাধ্যমে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

    বোরহান উদ্দিন ভূঁইয়া বলেন, "আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে, দেশের শান্তি ও উন্নয়নের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।"

    এ পুনর্মিলনী শুধু একটি আড্ডা নয়, এটি ছিল রাজনৈতিক সহমর্মিতা ও ঐক্যের নতুন সূচনা।


    এন কে/বিএইচ/আমির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ