মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গর্ভবতী নারী কর্মকর্তাকে রাঙামাটিতে বদলি: বেতারের ডিজির বিরুদ্ধে ‘অমানবিকতা’র অভিযোগ আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপি: নাহিদ ইসলাম মেন্ডিসের দৃঢ় ব্যাটিংয়ে লঙ্কানদের বড় সংগ্রহের আশা যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় জমায়েত নিষিদ্ধ ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ: মালয়েশিয়া ফেরত চারজন ৪ দিনের রিমান্ডে অভিষেকেই চমক, এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ প্রশাসনিক স্থবিরতার কারণেই ‘মব কালচার’ বৃদ্ধি পাচ্ছে: রিজভী গাজায় প্রাণঘাতী হামলায় ৫ ইসরায়েলি সেনার মৃত্যু চাকরি হারানোর আতঙ্কে রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা
  • পঞ্চগড়ের দেবীগঞ্জে যুবককে গলা কেটে হত্যা

    পঞ্চগড়ের দেবীগঞ্জে যুবককে গলা কেটে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোকলেছার রহমান (৩০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার দন্ডপাল ইউনিয়নের ধনমন্ডল ঢাকাইয়াপাড়া এলাকার ওই যুবকের বাড়ির পাশের এক বাঁশ বাগানের পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ নিহত মোকলেছার ওই এলাকার শাহাবুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কসমেটিকস দোকানদার।

    পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ধনমন্ডল ঢাকাইয়া পাড়া এলাকায় বাঁশ বাগানের পাশে ছাগল বাঁধতে গিয়ে ওই যুবকের মরদেহ দেখতে পান স্থানীয় এক নারী। পরে তার চিৎকারে ছুটে আসেন আশপাশের মানুষ। ক্রমেই ভিড় বাড়ে উৎসুক মানুষের। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবার জানায়, বুধবার রাতে দোকানে গিয়ে আর ফিরেনি মোকলেছার। ধারণা করা হচ্ছে গভীর রাতে তাকে হত্যা করে ফেলে রেখে পালিয়েছে দুর্বৃত্তরা। 

    নিহত মোকলেছারের বাবা শাহাবুদ্দিন বলেন, আমার ছেলে বাজারে কসমেটিকের দোকান করে। গত রাতে দোকানে তার ভাগনেকে রেখে সে বের হয়ে যায়। তারপর আর ফিরেনি। সকালে উঠে লোকজন দেখতে পায় আমার ছেলেকে গলা কেটে ফেলে রেখে গেছে। আমার একটাই ছেলে। আমি কি নিয়ে বাঁচবো? আমার ধারণা ওর বন্ধুরাই খুন করেছে ওকে।

    পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল)  সামুয়েল সাংমা বলেন, আমরা একটি গলাকাটা মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল শেষে আলামত সংগ্রহ করা হয়েছে। আমরা তদন্ত করছি কিভাবে, কারা হত্যা করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যরা কোন অভিযোগ বা মামলা দায়ের করলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন