সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সোনারগাঁয়ে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার সংবাদ সম্মেলন

    সোনারগাঁয়ে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া ফাযিল মাদ্রাসাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্যের ভিত্তিতে একটি মানববন্ধন আয়োজন করায় তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, এডুকেশন সোসাইটির কেন্দ্রীয় সেক্রেটারি এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

    বুধবার (১১ জুন ২০২৫) সকালে উপজেলার মোগড়াপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

    মাদ্রাসা উন্নয়নের চেষ্টায় বাধা সৃষ্টি

    ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, “জামপুরের কলতাপাড়া ফাযিল মাদ্রাসায় সভাপতি নির্বাচনে কোনো রাজনৈতিক প্রভাব নেই। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আমাকে যোগ্য মনে করেই এ দায়িত্ব দিয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই মাদ্রাসাটির শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছি। মাদ্রাসাটিকে আলিম পরীক্ষার কেন্দ্র হিসেবে অনুমোদন করিয়েছি এবং কামিল পর্যায়ে উন্নীত করার জন্য আবেদনও করেছি।”

    তিনি অভিযোগ করেন, অতীতে কিছু শিক্ষক নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতেন না, তাদের খেয়ালখুশিমতো প্রতিষ্ঠান পরিচালনার চেষ্টা ছিল। দায়িত্ব গ্রহণের পর তিনি সুনির্দিষ্ট সময় (সকাল ১০টা থেকে বিকেল ৪টা) পর্যন্ত শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করেন।

    মিথ্যা মানববন্ধনের নেপথ্যে একটি গোষ্ঠী

    ড. ইকবাল দাবি করেন, “একটি কুচক্রী মহল, যাদের মধ্যে ইব্রাহিম মাস্টারসহ কিছু অসাধু ব্যক্তি জড়িত, তারা অবৈধ সুবিধা না পেয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং গত ১০ জুন তারা মুষ্টিমেয় লোকজন নিয়ে মানববন্ধনের নাটক সাজিয়েছে।”

    তিনি আরও বলেন, “এই কর্মকাণ্ডে আমার সম্মানহানি হয়েছে এবং আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করছি।”

    রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা

    তিনি জানান, বর্তমানে সোনারগাঁয়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে, অন্যদিকে আওয়ামী লীগ তেমনভাবে মাঠে সক্রিয় নয়। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর অবস্থান সুসংহত হচ্ছে বলে তিনি দাবি করেন।

    ড. ইকবাল বলেন, “৫ আগস্ট ২০২৪-এর পর থেকে নির্বাচনী প্রচার-প্রচারণায় আমি সরব ভূমিকা পালন করছি এবং জনগণের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি।”

    সহযোগিতার আহ্বান

    সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তিনি সাংবাদিক, রাজনৈতিক কর্মী, প্রতিষ্ঠান সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

    ড. ইকবাল হোসাইন ভূঁইয়া একজন পরিচ্ছন্ন রাজনীতিক ও সুশিক্ষাবিদ হিসেবে এলাকায় পরিচিত। তিনি পূর্বেও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্য পরিমাণ ভোট লাভ করেছিলেন।

    উপস্থিতি

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক, নেতা মো. রবিউল হোসাইন এবং যুব নেতা সোহানুর রহমান সবুজসহ স্থানীয় নেতৃবৃন্দ।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ