সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • নেত্রকোনায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িঘরে হামলা, নিহত ১, আহত ৮

    নেত্রকোনায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িঘরে হামলা, নিহত ১, আহত ৮
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের ধনাচাপুর গ্রামে ইভটিজিংয়ের প্রতিবাদ করার জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত এবং কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তির নাম আনিসুর রহমান (৪৩)। তিনি ওই গ্রামের মৃত চান মিয়া ফকিরের ছেলে। রাত সোয়া ৮টার দিকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। আর গুরুতর আহত সাইদুল ইসলাম (৪৫), হাবিবুর রহমান (৩২), আনিছুর রহমান (৪৩), সম্রাজ (৫৫) ও খোদেজা বেগমকে (৩২) ওই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

    আহতরা জানান, মঙ্গলবার সন্ধ্যার আগে ধনাচাপুর গ্রামের সাইদুল ইসলামের বাড়ির কিছু মেয়েছেলে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একই এলাকার আমিন, সজিম, নাইম, সাইম, কালাম, সালাম, জাহিমসহ ২০-২৫ জন উশৃংখল যুবক ওই নারীদের সামনে অশ্লীল গান গেয়ে ইভটিজিং করতে থাকে। তখন ওই নারীরাসহ বাড়ির লোকজন প্রতিবাদ করেন এবং যুবকদের সরে যেতে বলেন।

    এর জেরে কিছুক্ষণ পরে সিদ্দিক মিয়ার নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সাইদুল ইসলামের বাড়িতে হামলা চালায়। তারা ঘরবাড়ি ভাঙচুর করে এবং পরিবারের নারী-পুরুষ সদস্যদের মারধর করে।

    কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ঘটনার পর থেকে এলাকাটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ