মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • যুক্তরাষ্ট্রের শুল্কের মুখে বাংলাদেশ, সমঝোতার চেষ্টায় ঢাকা নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ
  • মঙ্গলবার বাংলাদেশ-সিঙ্গাপুর দশ বছর পর মুখোমুখি

    মঙ্গলবার বাংলাদেশ-সিঙ্গাপুর দশ বছর পর মুখোমুখি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ এক দশক পর আবারও আন্তর্জাতিক মঞ্চে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচে লড়বে দুই দল।

    তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই গ্রুপে আছে বাংলাদেশ, সিঙ্গাপুর, ভারত ও হংকং। দুটি ম্যাচ শেষে সবার পয়েন্ট সমান, ফলে প্রতিটি ম্যাচ এখন ফাইনালের মতো।

    সিঙ্গাপুরের বিপক্ষে অতীতে জয় পেতে কষ্ট হয়েছে বাংলাদেশের। ২০১৫ সালের সর্বশেষ সাক্ষাতে লিড নিয়েও ২-১ গোলে হেরেছিল লাল-সবুজরা। তবে এবার পরিস্থিতি কিছুটা আলাদা।

    বাংলাদেশ দলে এবার আছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী, কানাডার সাবেক খেলোয়াড় শামিত সোম এবং ইতালিতে খেলা ফাহামিদুল ইসলাম। ইতোমধ্যে অভিষেক হয়ে গেছে হামজা ও ফাহামিদুলের। সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে পারে শামিতেরও।

    ঘরের মাঠে ভুটানকে হারিয়ে বাংলাদেশ বাড়িয়েছে আত্মবিশ্বাস, অপরদিকে সিঙ্গাপুরও জিতেছে মালদ্বীপের বিপক্ষে। দুই দলেরই লক্ষ্য এক—এশিয়ান কাপে জায়গা করে নেওয়া।

    ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও সিঙ্গাপুরের কোচ সুতমু ওগুরা দু’দলকেই প্রস্তুত বললেও জয় পেতে চান নিজেদের দলই। সিঙ্গাপুর কোচ স্বীকার করেছেন, হামজা-শামিতের উপস্থিতি বাংলাদেশকে বাড়তি শক্তি দিচ্ছে।

    সবমিলিয়ে দীর্ঘ ৫৫ মাস পর ঢাকায় ফিরেছে আন্তর্জাতিক ফুটবলের উত্তাপ। প্রস্তুত বঙ্গবন্ধু স্টেডিয়াম, প্রস্তুত বাংলাদেশ দল। এখন শুধু অপেক্ষা ঐতিহাসিক এক ম্যাচের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন