সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • বেরোবিতে প্রথম বারের মত প্রশাসনের কুরবানির আয়োজন

    বেরোবিতে প্রথম বারের মত প্রশাসনের কুরবানির আয়োজন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কোরবানির আয়োজন করা হয়েছে। 

    ইতোমধ্যে একটি গরু ও দুইটি ছাগল কেনা হয়েছে বলে শুক্রবার (৬ জুন) নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কুরবানি কমিটির সদস্য সচিব  ড. মো.ফেরদৌস রহমান। 

    তিনি বলেন, হলে অবস্থানরত শিক্ষার্থীদের কথা চিন্তা করে এবং নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ আনসার নিরাপত্তাকর্মী জরুরি কাজে নিয়োজিত ড্রাইভারদের জন্য প্রথমবারের  মতো এই কোরবানির আয়োজন করা হয়। ঈদের দিন ক্যাফেটেরিয়ায় বিশ্ববিদ্যালয়ের অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে মধ্যাহ্নভোজে করবেন ভিসি মহোদয়। এছাড়া কুরবানির গোস্ত গরিব দুস্থদের মাঝে বিতরণ ও এতিমখানায় দেওয়া হবে।

    সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো.শওকাত আলী বলেন, রমজান ঈদের মতই আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবার সাথে ঈদের নামাজ পড়ব। তাদের সাথে ঈদ উদ্‌যাপন করব। বাবা মার স্বপ্ন পূরণে অনেকেই চাকুরির প্রস্তুতি ও অন্যান্য কাজে ঈদে বাড়ি যেতে পারে না। তাদের জন্য এই আয়োজন। শিক্ষার্থীদের কল্যাণে আমি সাধ্যমতো কাজ করে যাচ্ছি। 


    এর আগে পহেলা রমজান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রায় তিন হাজার শিক্ষক কর্মকর্তা ও ছাত্রদেরকে নিয়ে ইফতার করেন। এরপর প্রথমবারের মতো প্রায় দুই হাজার নারী শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রীদেরকে নিয়ে ইফতার মহফিল সম্পন্ন করেন। এছাড়া রংপুরের সমস্ত সাংবাদিকদের ইফতারের আয়োজন করেন। এবার কোরবানি ঈদেও  প্রথম প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য একটি গরু ও দুটি খাসি কোরবানির আয়োজন করছে। যার ফলে  শিক্ষার্থীদের প্রশংসায় কুড়াচ্ছেন তিনি। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন