সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • বরিশালের কামারপট্টিতে ঈদের ব্যস্ততা, বাড়ছে দা-বঁটি-ছুরির চাহিদা

    বরিশালের কামারপট্টিতে ঈদের ব্যস্ততা, বাড়ছে দা-বঁটি-ছুরির চাহিদা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল আজহা সামনে রেখে বরিশালের কামারপট্টিগুলোতে বেড়েছে ব্যস্ততা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত টুংটাং হাতুড়ির শব্দে মুখর শহরের কামারপাড়া ও গ্রামাঞ্চলের ছোট ছোট কামার দোকানগুলো। দাউদাউ আগুনে লোহা গলিয়ে তৈরি হচ্ছে কোরবানির অপরিহার্য সরঞ্জাম— দা, বঁটি, ছুরি ও চাপাতি।

    বরিশাল নগরী ছাড়াও সদর উপজেলাসহ জেলার বিভিন্ন হাটবাজারে বসেছে অস্থায়ী কামার দোকান। ঈদ উপলক্ষে বাজারে এসব সরঞ্জামের চাহিদা বেড়ে যাওয়ায় বিক্রেতারা পসরা সাজিয়ে বসেছেন। ক্রেতারাও দলে দলে ছুটে আসছেন প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে।

    সদর উপজেলার কামার স্যামল বলেন, “স্থানীয় চাহিদা তো রয়েছেই, পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে অর্ডার দিচ্ছেন। এবার ঈদে চাহিদা অনেক বেশি।”

    আরেক কামার সিমুল বলেন, “বছরজুড়ে কাজ কম থাকে, কিন্তু কোরবানির ঈদের আগে প্রচুর অর্ডার পাই। ঈদের বিক্রিই আমাদের বছরের বেশ কয়েক মাসের জীবিকা নিশ্চিত করে।”

    দামের দিক থেকে জানা যায়, বর্তমানে ছোট ছুরি বিক্রি হচ্ছে ৮০ থেকে ২৫০ টাকা, বড় ছুরি ১৫০ থেকে ৩০০ টাকা, দা ২৫০ থেকে ৬৫০ টাকা, বড় বঁটি ৩০০ থেকে ৮০০ টাকা, জবাইয়ের ছুরি ৫০০ থেকে ১,০০০ টাকা এবং বড় চাপাতি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৮০০ টাকায়।

    শহরের বিভিন্ন কামারপট্টিতে গিয়ে দেখা গেছে, কেউ তৈরি করছেন নতুন সরঞ্জাম, কেউ পুরোনো ছুরি-বঁটি শান দিচ্ছেন। কারিগরদের কপাল বেয়ে ঝরছে ঘাম, চোখে-মুখে ক্লান্তি থাকলেও নেই কোনো বিরতি।

    একজন ক্রেতা বলেন, “প্রতিবার ঈদের আগে এখান থেকেই দা-ছুরি কিনি। এবার দাম কিছুটা বেশি হলেও মান ভালো হওয়ায় কিনে নিচ্ছি।”

    কোরবানির ঈদে পশু জবাইয়ের জন্য ধারালো সরঞ্জাম আবশ্যক হওয়ায় এ সময়ে কামারদের কর্মচাঞ্চল্যতা ঈদের প্রস্তুতির অপরিহার্য অংশ হয়ে ওঠে। ঈদের দিন পর্যন্ত এ ব্যস্ততা অব্যাহত থাকবে বলে জানালেন কামারপট্টির কর্মীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ