সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • নারায়ণগঞ্জে পশু জবাইয়ে অনিয়ম : মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা

    নারায়ণগঞ্জে পশু জবাইয়ে অনিয়ম : মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও ন্যায়ের স্বার্থে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নিয়মিত নজরদারির অংশ হিসেবে পশু জবাই ও মাংস বিক্রির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

    বুধবার (৪ জুন) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জের ভুঁইঘর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। অভিযানটি পরিচালিত হয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সরাসরি নির্দেশনায়।

    অভিযানে দেখা যায়, বাজারের বেশ কয়েকটি দোকানে পশু জবাইয়ের পূর্বে ও পরে কোনো ধরনের ভেটেরিনারি স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। এমনকি অধিকাংশ দোকানে পশু জবাইয়ের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন বা লাইসেন্সও ছিল না। এছাড়াও জবাই স্থানের পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়।

    এসব অনিয়মের কারণে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’-এর ধারা ২৪ অনুযায়ী মোট চারটি পৃথক মামলায় সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধি মেনে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পশু জবাই করার নির্দেশনা প্রদান করা হয়।

    অভিযান চলাকালীন একটি গরু (ওজন আনুমানিক ৬ মন) পরিবহনের সময় আহত হয়। মানবিক বিবেচনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পশুটিকে চিকিৎসা দেওয়া হয় এবং ভেটেরিনারি সার্জনের প্রত্যয়ন সাপেক্ষে কোরবানি করে দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়। এ সময় সদর উপজেলা ভেটেরিনারি সার্জন现场ে উপস্থিত ছিলেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করেন।

    জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


    এন কে/বিএইচ/আমির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ