সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • এসএসসির ওএমআর ফরমে পলিথিন ব্যবহারের নির্দেশ দিয়েছে বোর্ড

    এসএসসির ওএমআর ফরমে পলিথিন ব্যবহারের নির্দেশ দিয়েছে বোর্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাম্প্রতিক সময়ে বৃষ্টিতে এসএসসি পরীক্ষা মূল্যায়ন করা উত্তরপত্রের ওএমআর অংশের সুরক্ষায় জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বৃষ্টির কারণে ওএমআর ভিজে নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি এড়াতে পলিথিনে প্যাকেটজাত করে বোর্ডে জমা দিতে বলা হয়েছে।

    সম্প্রতি, বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম কামাল উদ্দিন হায়দারের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মূল্যায়ন করা হয়েছে এমন উত্তরপত্রের ওএমআর অংশ বোর্ডে জমা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে৷ ওএমআর পরিবহনের সময় বৃষ্টির পানি লেগে শিট ভিজে যেতে পারে, যা পরীক্ষার্থীদের ফলাফল প্রক্রিয়ায় মারাত্মক বিঘ্ন ঘটাতে পারে। তাই এ ধরনের পরিস্থিতি প্রতিরোধ করতে উত্তরপত্রের ওএমআর অংশ পলিথিনে মোড়ানো বাধ্যতামূলক করা হয়েছে।

    একই সঙ্গে ওই চিঠিতে বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে বিবেচনা করার জন্য ঢাকা বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান, প্রধান পরীক্ষক এবং বোর্ড কর্মকর্তাদের এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে অনুরোধ জানানো হয়েছে।

    অন্যদিকে, বোর্ড সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে ওএমআর ফরম পরিবহনের সময় ভিজে গেলে বা পানির স্পর্শ লাগলে উত্তরপত্র স্ক্যানিংয়ে জটিলতা দেখা দেয় এবং ফল প্রকাশে বিলম্ব বা বিভ্রান্তি সৃষ্টি হয়। এ অবস্থায় প্রাকৃতিক দুর্যোগ বা অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকে মূল্যায়নকৃত কাগজপত্র সুরক্ষা নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, এসএসসি ২০২৫ পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া চলমান রয়েছে এবং নির্ধারিত সময়ে বোর্ডে উত্তরপত্র জমা দেওয়ার কাজও শুরু হয়েছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন