সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সাভারে চামড়া শিল্প রক্ষায় মালিক-শ্রমিকদের বিক্ষোভ  

    সাভারে চামড়া শিল্প রক্ষায় মালিক-শ্রমিকদের বিক্ষোভ  
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার সাভারের কাঁচা ওয়েট ব্লু–চামড়া সরকারিভাবে রপ্তানির সিদ্ধান্তে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ট্যানারি শ্রমিকরা। 

    হেমায়েতপুরের হরিণধরা এলাকায় সোমবার বিকেলে বিসিক শিল্প নগরীর ট্যানারির কারখানার ফটকের সামনে কাঁচা ওয়েট ব্লু–চামড়া সরকারিভাবে রপ্তানির সিদ্ধান্তে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ট্যানারি শ্রমিকরা। এ সময় ট্যানারি রক্ষায় প্রায় ১৪টি সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন। 

    চামড়া শিল্প রক্ষায় বিক্ষোভ সমাবেশে এক বক্তা বলেন, সাম্প্রতিক সময়ে সরকারিভাবে কাঁচা ওয়েট ব্লু– চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেয়ায় ট্যানারির শ্রমিকরা বেকার হয়ে পরবেন ও মালিকরা ব্যবসায় লসের মুখে পরবেন। দেশের চামড়া শিল্প রক্ষায় দ্রুত সরকারিভাবে কাঁচা ব্লু-ওয়েট চামড়া রপ্তানির সিদ্ধান্ত প্রত্যাহারের করতে হবে। 

    এদিকে, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সেখানে বেসিক শিল্প নগরীর অফিসে সন্ধ্যা ৬টার দিকে ট্যানারির মালিকদের এক জরুরি বৈঠক শুরু হয় সেই বৈঠকে বিসিক শিল্প নগরী ট্যানারির নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান রিজোয়ানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন ঢাকা হাইট অ্যান্ড স্কিন ট্যানারির ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রশিদ ভুঁইয়া। 

    এ সময় তিনি চাঁদাবাজির অভিযোগে বিসিকের ওই কর্মকর্তার পদত্যাগ দাবি করেন। পরে এ নিয়ে সেখানে হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হলে বৈঠকটি বাতিল হয়ে যায়।

    ঢাকা হাইট অ্যান্ড স্কিন ট্যানারির ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রশিদ ভুঁইয়া বলেন, বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারির নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান রিজোয়ানের কারণে এই শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে। 

    তিনি আরও বলেন, মিটিংয়ের নামে বিভিন্ন মালিকদের নিকট থেকে চাঁদাবাজি করলেও মিটিং করেন না। দেশের সম্ভাবনাময় এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকে উদার হওয়ার আহবান আহবান জানানো হয়। আসন্ন ঈদ উল আযাহায় কাঁচা চামড়া সংগ্রহে প্রস্তুত ট্যানারি কারখানা মালিকেরা। 


    মোঃ সাইদুল আলম তৌহিদ (সাভার), ঢাকা। 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ