সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ফ্রেঞ্চ ওপেনে শততম জয় ও রেকর্ড কোয়ার্টার ফাইনালে জোকোভিচ

    ফ্রেঞ্চ ওপেনে শততম জয় ও রেকর্ড কোয়ার্টার ফাইনালে জোকোভিচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোভাক জোকোভিচ ফ্রেঞ্চ ওপেনে নতুন ইতিহাস গড়েছেন—তিনি রেকর্ড ১৯তমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। সাম্প্রতিক ম্যাচে তিনি ক্যামেরন নরিকে সহজেই পরাজিত করেছেন। একপেশে লড়াইয়ে জোকোভিচ নরিকে হারিয়েছেন ৬-২, ৬-৩, ৬-২ গেমে, এক মুহূর্তের জন্যও প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ দেননি।
    রোলাঁ গারোয় নোভাক জোকোভিচ আবারও ইতিহাস গড়েছেন। ফ্রেঞ্চ ওপেনে এটি তার ১৯তম কোয়ার্টার ফাইনাল—যা কোনও একক গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে সর্বোচ্চ। শুধু তাই নয়, ক্যামেরন নরির বিপক্ষে জয় দিয়ে তিনি ফ্রেঞ্চ ওপেনে শততম জয়ও পূর্ণ করেছেন।

    ৩৮ বছর বয়সী এই সার্বিয়ান ম্যাচ শেষে বলেন, "দারুণ লাগছে। যদিও জানি, এর চেয়েও ভালো খেলতে পারি। এটা অবশ্যই বিশেষ কিছু। তবে যদি ১০১তম জয়ও পাই, তাহলে আরও ভালো লাগবে। নিজেকে সম্মানিত মনে করছি, তবে ধারাবাহিকতা ধরে রাখাটাই এখন সবচেয়ে জরুরি।"

    কোয়ার্টার ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ জার্মান তারকা আলেক্সান্ডার জভেরেভ। তাদের মধ্যকার আগের মুখোমুখি লড়াইয়ে জোকোভিচ এগিয়ে আছেন ৮-৫ ব্যবধানে। তবে সর্বশেষ দেখায়, চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ইনজুরির কারণে ম্যাচ ছাড়তে হয়েছিল জোকোভিচকে—যা এবার এক জমজমাট লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন