সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সাভারে পশুর হাট ইজারার শর্ত ভঙ্গ ;প্রশাসনের উচ্ছেদ

    সাভারে পশুর হাট ইজারার শর্ত ভঙ্গ ;প্রশাসনের উচ্ছেদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার সাভারে উল্লেখযোগ্য কুরবানির পশুর হাটে ইজারার শর্ত ভঙ্গ করে অন্যত্র স্থাপনের মাধ্যমে শর্ত ভঙ্গের অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে জেলা প্রশাসন থেকে অবৈধ হাট উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। এরআগে পৌরসভার পক্ষ থেকে ইজারাদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

    উল্লেখ্য সাভার উপজেলা প্রশাসনেরর নির্ধারিত স্থান গেন্ডা বালুর মাঠ নির্ধারিত হলেও তা অমান্য করে সরকারি জমিতে হাট বসানো হয়,যা নিয়ম পরিপন্থি।

    সাভার পৌরসভা সূত্রে জানা গেছে, কোরবানির পশু কেনা-বেচার জন্য চলতি বছর সাভার পৌর এলাকায় একটি অস্থায়ী কোরবানীর পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে। জনৈক আতিকুর রহমান রাজু ১ কোটি ৬ লাখ টাকায় হাটের ইজারা পেয়েছেন।

    ইজারার শর্ত অনুযায়ী পৌর এলাকার গেন্ডা বালুর মাঠে হাট বসানোর কথা। কিন্তু ইজারাদার গেন্ডার নির্ধারিত মাঠে হাট না বসিয়ে হাট বসানোর আয়োজন করছেন সাভার পৌরসভার রেডিও কলোনি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বাংলাদেশ বেতারের জমিতে। এজন্য বাংলাদেশ বেতারের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকার একটি প্রাচীর ভেঙ্গে ফেলা হয়েছে।

    জানতে চাইলে ইজারাদারের পক্ষ থেকে বলা হয়, পৌরসভার গেন্ডা এলাকায় যে বালুর মাঠে হাট বসানোর কথা বলা হয়েছে তা একজন আওয়ামী লীগ নেতার জমি। এ কারণে ওই বালুর মাঠে হাট না বসিয়ে রেডিও কলোনি এলাকায় বাংলাদেশ বেতারের জমিতে স্থানান্তর করা হয়েছে। তবে বেতারের পক্ষ থেকে অনুমতি নেওয়ার দাবি করলেও কোন কাগজ দেখাতে পারেনি হাটের ইজারাদার।

    সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মো: আবুবকর সরকার বলেন, প্রশাসনের অনুমতি ব্যাতিত ইজারাদারর অন্যায় ভাবে হাট অন্যত্র বসিয়ে আইন অমান্য করেছে,এর কারন দর্শানের জন্য ইজারাদরকে বলা হয়েছে এবং হাট উচ্ছেদ করা  হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার মো: আবুবকর সরকার আরও বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী রোববার অবৈধ হাঁটটি অপসারণের সকল প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু ইজারাদারের পক্ষ থেকে পরিবর্তিত স্থানে হাট বসানোর অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়।

    পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অবৈধ গরুর হাট উচ্ছেদের জন্য আমার কাছে আবেদন করা হয়। পাল্টাপাল্টি আবেদনের কারণে উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হয়েছিল পরবর্তীতে পূর্বের নির্ধারিত স্থানে হাট স্থানান্তর করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ