সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • নবীনগরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মেধা বৃত্তি পুরস্কার বিতরণ

    নবীনগরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মেধা বৃত্তি পুরস্কার বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৪ সালের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

    নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে শনিবার দুপুরে আনন্দঘন পরিবেশে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবু কামাল খন্দকার এবং সঞ্চালনা করেন অর্থ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল।

    অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নজু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা। বিশেষ অতিথি ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

    অনুষ্ঠানে এক বক্তা বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিশুদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বাড়ানোর জন্য এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে মেধাসম্পন্ন ও দক্ষ হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ প্রশংসনীয়।”

    পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয় অতিথিবৃন্দ।

    এ সময় স্থানীয় রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীদের বিপুল উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও আনন্দঘন।

    অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরই নিয়মিতভাবে এ বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে এবং আগামীতে আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।


    ইব্রাহীম খলিল, নবীনগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন