সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ট্রাফিক সার্জেন্টের সাহসী ভূমিকা: ছিনতাইকারী হাতেনাতে গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন

    ট্রাফিক সার্জেন্টের সাহসী ভূমিকা: ছিনতাইকারী হাতেনাতে গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার যাত্রাবাড়ী এলাকায় এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর সময় এক পেশাদার ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছেন ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের সার্জেন্ট মোহাম্মাদ বিলাল হুসাইন। তার দ্রুত ও সাহসিকতাপূর্ণ পদক্ষেপের ফলে ছিনতাইকারীকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

    গতকাল (৩০ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে যাত্রাবাড়ীর ফারুক সরণি এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীর নাম মো. ইব্রাহিম হোসেন (২৮), যিনি পুলিশের ভাষ্য অনুযায়ী একজন পেশাদার অপরাধী।

    ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ইভা খাতুন নামের এক নারী তার স্বামীর সঙ্গে রিকশাযোগে ফারুক সরণি দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীর লক্ষ্যবস্তু হন। ছিনতাইকারী হঠাৎ তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। ইভা খাতুনের চিৎকারে তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন সাড়া দেন এবং দায়িত্বে থাকা সার্জেন্ট বিলাল হুসাইন দ্রুত ধাওয়া করে ছিনতাইকারীকে আটক করেন।

    পরবর্তীতে তাকে যাত্রাবাড়ী থানায় সোপর্দ করা হয়। দেহ তল্লাশি করে ইভা খাতুনের স্বর্ণের চেইন উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ১০ আনা এবং বাজারমূল্য আনুমানিক এক লাখ টাকা।

    এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

    চেইন ফিরে পেয়ে ভুক্তভোগী ইভা খাতুন ঢাকা মহানগর পুলিশ ও সংশ্লিষ্ট ট্রাফিক সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ